Ajker Patrika

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না আশরাফির

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪: ০২
টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না আশরাফির

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না আশরাফির। চার বছরের এই শিশু হৃদ্‌রোগে আক্রান্ত। জন্মের পর থেকে হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগছে সে। চিকিৎসকেরা জানান আশরাফির হার্ট ফুটো। তা ছাড়া এই রোগের কারণে তার শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে বাঁধা সৃষ্টি হচ্ছে।

শিশুটির বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে। সে ওই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের দিনমজুর আরিফ হোসেনের মেয়ে।

দিনমজুরের পরিবারের মেয়ে হওয়ায় আশরাফির চিকিৎসার ব্যয় বহন করে হিমশিম খাচ্ছেন তার মা-বাবা। অনেক কষ্টে টাকা জোগাড় করে চিকিৎসা করাচ্ছেন। এখন আশরাফির চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য নেই পরিবারটির।

জানা গেছে, ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে আসা এক চিকিৎসক তিন মাসের মধ্যে অপারেশনের পরামর্শ দিয়েছেন। তা না হলে সমস্যা আরও বেড়ে যাবে। কিন্তু অপারেশনে খরচ লাগবে প্রায় ৪ লাখ টাকা। এখন তার প্রাথমিক চিকিৎসা চললেও মূল চিকিৎসা প্রায় বন্ধ হয়ে আছে। কিন্তু টাকা জোগাড় করতে করতে এক মাস চলে গেছে কিন্তু জোগাড় হয়নি।

আশরাফির মা রুনা বেগম ও বাবা আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, টাকা না থাকায় অপারেশন করাতে না পেরে আমরা বাড়ি চলে এসেছি। কী করব ভেবে পাচ্ছি না। সামর্থ্যবানদের কাছে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত