Ajker Patrika

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদ

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৩: ১০
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদ

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে বটিয়াঘাটা বাজার চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট ও বাংলাদেশ মতুয়া মহাসংঘের উদ্যোগে গত শনিবার এ মানববন্ধন হয়।

মানববন্ধনে দেশের সাম্প্রদায়িক ঐক্য বিনষ্টকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল, অবসরপ্রাপ্ত এএসপি নিখিল রঞ্জন মণ্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মণ্ডল, পূজা উদ্‌যাপন পরিষদ বটিয়াঘাটার সভাপতি বিধান রায়সহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে হিন্দুদের নির্যাতন বন্ধ করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ গত শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্মান্ধ, জঙ্গি ও সন্ত্রাসী হামলা পরিকল্পিত ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত