Ajker Patrika

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্সে নেই শহীদ মিনার

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫৫
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্সে নেই শহীদ মিনার

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবকাঠামো উন্নয়নকাজের জন্য গত বছর শহীদ মিনারটি ভেঙে ফেলতে হয়। এরপর এখনো নতুন শহীদ মিনার নির্মিত হয়নি। এতে এই বছর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কোথায় ফুল দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক জানান, তাঁরা কোথায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলির আনুষ্ঠানিকতা করবেন, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

ইউএনও বলেন, ‘স্থায়ী শহীদ মিনারের স্থান নির্ধারণ করা হয়েছে। আমরা নতুন করে শহীদ মিনার তৈরির জন্য প্রথমে পৌরসভাকে অনুরোধ জানিয়েছিলাম। তারা দিতে অপারগতা প্রকাশ করায় জেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানাই। তারা নতুন শহীদ মিনারের নকশা তৈরি করতে না পারায় এখনো উপজেলা পরিষদ কমপ্লেক্সে শহীদ মিনারটি তৈরি হয়নি। স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য জেলা পরিষদের কাছে আবেদন করা হয়েছে। শিগগির তৈরি করা হবে।’

শুধু উপজেলা পরিষদ কমপ্লেক্স নয়, স্থায়ী শহীদ মিনার নেই উপজেলার ৪৬টি মাদ্রাসা, ২৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি কলেজে।

চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শিব প্রসাদ দাস গুপ্ত বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের ভিত্তি ভাষা আন্দোলন। এখনো অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকাটা সত্যিই দুঃখজনক।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু তৈয়ব হোসেন বলেন, ‘ইতিমধ্যে যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, তাদের চিঠি দেওয়া হয়েছে। তারা যেন ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলাপ করে শহীদ মিনার তৈরি করে। এ ব্যাপারে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনজুরুল হক এ ব্যাপারে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা বাধ্যতামূলক। আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করব, তারা যেন শিগগির স্থায়ী শহীদ মিনার তৈরি করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত