Ajker Patrika

কুবিতে ভোট গণনা নিয়ে বাগ্‌বিতণ্ডা

কুবি প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৫: ০১
কুবিতে ভোট  গণনা নিয়ে  বাগ্‌বিতণ্ডা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আওয়ামী লীগপন্থী দুই পক্ষের শিক্ষকদের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যায় প্রশাসনিক ভবনে নির্বাচন বুথ টিচার্স লাউঞ্জের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গণনা নিয়ে এ বাগ্‌বিতণ্ডা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আওয়ামীপন্থী রানা-এমদাদ প্যানেলের পক্ষ থেকে ভোট গণনার প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে আপত্তি তোলা হয়। তাঁরা প্রতি বছরের মতো একই প্রক্রিয়ায় ভোট গণনা করার দাবি জানান। যাতে মনোনীত এজেন্টরা ভোট গণনার বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন।

এ নিয়ে আওয়ামীপন্থী দুই পক্ষের শিক্ষকেরা টিচার্স লাউঞ্জের সামনে জড়ো হতে থাকেন। পরে দুই পক্ষের শিক্ষক নেতাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নির্বাচন কমিশনার সকল প্যানেলের সভাপতি-সম্পাদক প্রার্থীদের ভোট গণনার কক্ষে উপস্থিত থাকার প্রস্তাব দিলে পরিস্থিতি শান্ত হয়।

নন্দী-বিদ্যুৎ প্যানেলের সভাপতি প্রার্থী ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, ‘কেউ আপত্তি জানালে সবার সামনে ভোট গণনা হবে। তবুও চাই সুষ্ঠুভাবে এ নির্বাচন হোক। নির্বাচন কমিশনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে।’

রানা-এমদাদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. এমদাদুল হক বলেন, ‘আমরা নির্বাচন কমিশনারের প্রতি কোনো প্রকার অনাস্থা পোষণ করিনি। আমাদের নির্বাচনের প্রক্রিয়া নিয়ে জিজ্ঞাসা ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত