Ajker Patrika

আমি হুমায়ূন আহমেদ হতে চাই

আমি হুমায়ূন আহমেদ হতে চাই

কথাসাহিত্যিক, গীতিকার, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর। এ উপলক্ষে নির্মাতা সালাহউদ্দিন লাভলু একটি খণ্ডনাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’। নাটকটি লিখেছেন রাজিয়া সুলতানা জেনি। এরই মধ্যে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে নাটকের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।

আমি হুমায়ূন আহমেদ হতে চাই প্রসঙ্গে নির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, ‘নাটকের গল্পটা ব্যতিক্রম ও সুন্দর। ধনী বাবার একমাত্র ছেলে। নাম তার হুমায়ূন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা ও বাবার নাম যা, হুমায়ূনের মা-বাবার নামও তা। সব মিলিয়ে নিজেকে হুমায়ূন আহমেদ ভাবতেই ভালো লাগে হুমায়ূনের। একসময় সে সত্যি সত্যিই কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ হতে চায়। কিন্তু বড়লোক মা-বাবার সঙ্গে থাকলে হুমায়ূন আহমেদ হওয়া যাবে না, এই ভেবে রাজধানীর মোহাম্মদপুরে সে একাকী জীবনযাপন শুরু করে দারিদ্র্যের মধ্যে। এরপর শুরু হয় তার হুমায়ুন আহমেদ হওয়ার চেষ্টা। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।’

নাটকে হুমায়ূন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী এবং গুলতেকিন চরিত্রে অভিনয় করেছেন রিয়া। হুমায়ূন আহমেদের মায়ের চরিত্রে রয়েছেন ডলি জহুর এবং গুলতেকিনের মায়ের চরিত্রে শিল্পী সরকার অপু।

এ প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘এই নাটকের গল্পভাবনাটা ভালো লেগেছে আমার। আর লাভলু তো সব সময়ই ভীষণ যত্ন নিয়ে কাজ করে। তাই তার সঙ্গে কাজ করে আরাম পাওয়া যায়।’

শিল্পী সরকার অপু বলেন, ‘গল্প ভালো হলে কাজ করতেও ভালো লাগে। সালাহউদ্দিন লাভলু এ দেশের গুণী একজন নির্মাতা। তাঁর কাজ মানেই দর্শকের কাছে ভিন্ন কিছু। এই নাটকটিও তার বাইরে নয়। খুব ভালো হয়েছে কাজটি।’

নাটকটিতে গুলতেকিনের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলুর ছেলে রোশান এবং আরেকটি চরিত্রে অভিনয় করেছেন রোশনী। লাভলুর ছেলে রোশান ক্লাস ফোরে থাকতে প্রথম অভিনয় করেন। গত বছর বাবার নির্দেশনায় একটি খণ্ডনাটকেও অভিনয় করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত