Ajker Patrika

রাতে বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাতে বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বৃষ্টির আভাস

চৈত্রের তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (৮ এপ্রিল) দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও, রাতে বাড়তে পারে গরম। এ ছাড়া দেশের ৩ বিভাগে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্র-বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের তেঁতুলিয়া ছাড়া আর কোথাও ঝড়-বৃষ্টি হয়নি। এ সময়ে তেঁতুলিয়াতে বৃষ্টি হয়েছে এক মিলিমিটার। নীলফামারীর ডিমলায় সামান্য বৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙামাটিতে। বৃহস্পতিবার ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় দেশের ৩ বিভাগে ঝোড়ো হওয়াসহ বৃষ্টি হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত