নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রবল ঘূর্ণিঝড় রিমাল ক্রমেই দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর–পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্র–বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই দিন, অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার একই রকম আবহাওয়া বিরাজ করবে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।
আজ দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেটে ৩০৩ মিলিমিটার। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইল ও বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
ঘূর্ণিঝড় রিমাল উপকূলজুড়ে রেখে গেছে তার ক্ষতচিহ্ন। সরকারি হিসাব অনুযায়ী, এ ঝড়ে উপকূলীয় জেলাগুলোতে ৩৫ হাজারের বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আর আংশিক ক্ষতি হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯০০ ঘরবাড়ির। রিমালের প্রভাবে অতিবৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তাঘাট থেকে শুরু করে নিচু এলাকার বসতবাড়িতেও জমে বৃষ্টির পানি। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ খেটে খাওয়া মানুষ। আর অলিগলিতে পানি জমে থাকায় নাকাল হন পথচারীরা।
জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির (দক্ষিণ সিটি করপোরেশন) পক্ষ থেকে গতকাল সোমবার নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়। পাঁচ সদস্যের পরিচ্ছন্নতাকর্মীদের ৯১টি দল গঠন করা হয় তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য। গতকাল (সোমবার) থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত জলাবদ্ধতার কথা জানিয়ে দক্ষিণ সিটির নাগরিকদের থেকে ১২০টি ফোনকল পায় সেই নিয়ন্ত্রণকক্ষ। বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিয়ন্ত্রণকক্ষে মোট ১২০টি ফোনকল আসে। এর মধ্যে অতিবৃষ্টিজনিত জলজট–সংক্রান্ত ফোনকলের সংখ্যা ৭৮। সেসব কলের পরিপ্রেক্ষিতে সেসব স্থানে করপোরেশনের লোকবল কাজ করেছে। এ ছাড়া ৪২টি ফোনকল ছিল ঝড়ে গাছ পড়ে যাওয়া সংক্রান্ত। করপোরেশনের আওতাধীন এলাকায় ৯৪টি বড় গাছ পড়ে গিয়েছে। এর মধ্যে অধিকাংশ গাছ কেটে সরানো হয়। বাকি কিছু গাছ সরানোর কার্যক্রম চলমান রয়েছে।
প্রবল ঘূর্ণিঝড় রিমাল ক্রমেই দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর–পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্র–বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী দুই দিন, অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার একই রকম আবহাওয়া বিরাজ করবে। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।
আজ দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেটে ৩০৩ মিলিমিটার। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইল ও বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস।
ঘূর্ণিঝড় রিমাল উপকূলজুড়ে রেখে গেছে তার ক্ষতচিহ্ন। সরকারি হিসাব অনুযায়ী, এ ঝড়ে উপকূলীয় জেলাগুলোতে ৩৫ হাজারের বেশি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আর আংশিক ক্ষতি হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯০০ ঘরবাড়ির। রিমালের প্রভাবে অতিবৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তাঘাট থেকে শুরু করে নিচু এলাকার বসতবাড়িতেও জমে বৃষ্টির পানি। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ খেটে খাওয়া মানুষ। আর অলিগলিতে পানি জমে থাকায় নাকাল হন পথচারীরা।
জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির (দক্ষিণ সিটি করপোরেশন) পক্ষ থেকে গতকাল সোমবার নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়। পাঁচ সদস্যের পরিচ্ছন্নতাকর্মীদের ৯১টি দল গঠন করা হয় তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য। গতকাল (সোমবার) থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত জলাবদ্ধতার কথা জানিয়ে দক্ষিণ সিটির নাগরিকদের থেকে ১২০টি ফোনকল পায় সেই নিয়ন্ত্রণকক্ষ। বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিয়ন্ত্রণকক্ষে মোট ১২০টি ফোনকল আসে। এর মধ্যে অতিবৃষ্টিজনিত জলজট–সংক্রান্ত ফোনকলের সংখ্যা ৭৮। সেসব কলের পরিপ্রেক্ষিতে সেসব স্থানে করপোরেশনের লোকবল কাজ করেছে। এ ছাড়া ৪২টি ফোনকল ছিল ঝড়ে গাছ পড়ে যাওয়া সংক্রান্ত। করপোরেশনের আওতাধীন এলাকায় ৯৪টি বড় গাছ পড়ে গিয়েছে। এর মধ্যে অধিকাংশ গাছ কেটে সরানো হয়। বাকি কিছু গাছ সরানোর কার্যক্রম চলমান রয়েছে।
বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআইয়ের আজ সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৭১, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ২য়। গতকাল সোমবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১৩১, অবস্থান ছিল ৭ম।
১০ ঘণ্টা আগেআজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
১ দিন আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।
১ দিন আগেদই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর ধারাবাহিকতায় সারা দেশের তাপমাত্রা আজ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী, আজ আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে
২ দিন আগে