Ajker Patrika

দৈনিক ভাস্করের প্রতিবেদন

দক্ষিণ এশিয়ার নয়া আঞ্চলিক জোটের সম্ভাব্য নাম ‘সাকা’, প্রথম সম্মেলন ইসলামাবাদে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৭: ৩৬
বাংলাদেশ ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে নতুন আঞ্চলিক জোট গঠন করতে পারে চীন—এমন গুঞ্জন উঠেছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে নতুন আঞ্চলিক জোট গঠন করতে পারে চীন—এমন গুঞ্জন উঠেছে। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে নতুন জোট গঠনের চেষ্টা চালছে বলে চাউর হয়েছে। বিশেষ করে, গত ৯ জুন চীনের কুনমিংয়ে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠকের পর এই বিষয়ে গুঞ্জন আরও উসকে উঠেছে। ভারতীয় হিন্দি ভাষার সংবাদমাধ্যম দৈনিক ভাস্করের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই জোটের নাম হতে পারে ‘সাউথ এশিয়া-চায়না অ্যালায়েন্স—এসএএসএ বা SACA বা সাকা)।

দক্ষিণ এশিয়া ও চীনের সহযোগিতা কেন্দ্রিক এই প্রস্তাবিত জোটকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হিসেবে চীনের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দৈনিক ভাস্কর জানিয়েছে, সাকা-জোটের প্রথম আনুষ্ঠানিক বৈঠক আগামী আগস্টে ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানকেও এই জোটে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এতে প্রাথমিক তিনটি দেশের বাইরেও এই জোটের পরিধি বাড়ানোর চেষ্টা চলছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানে চীনা কূটনীতিকেরা সক্রিয়ভাবে লবিং করছেন। প্রাথমিকভাবে মালদ্বীপ ও আফগানিস্তান জোটে যোগ দেওয়ার ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েছে বলে জানা গেছে। যদিও এ নিয়ে এখনো কোনো দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

২০১৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সর্বশেষ পূর্ণাঙ্গ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৬ সালের কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলার জেরে ২০২০ সালে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বয়কট করে ভারত।

এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় চীন তার দীর্ঘমেয়াদি অংশীদার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে। পাকিস্তান ইতিমধ্যেই চীনের বৃহত্তম বিনিয়োগ অংশীদার। দেশটিতে চীনের ৬ হাজার কোটি ডলারের প্রকল্প চলমান। এখন চীনের আঞ্চলিক কৌশল, বিশেষ করে ভারতের নেতৃত্বাধীন সার্কের জবাবে গড়ে ওঠা সাকা জোটের অগ্রগতিতেও মুখ্য ভূমিকা নিচ্ছে পাকিস্তান।

এদিকে, চীন-পাকিস্তানের উদ্যোগে এই নতুন জোট গঠনের আলাপ সামনে আসার পরপরই ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা অবিনাশ মোহনানী বলেছেন, যুক্তরাষ্ট্র যেভাবে বিশ্বজুড়ে জোট গড়েছে, ঠিক সেভাবেই চীন এখন ভারতীয় উপমহাদেশে প্রভাব বিস্তার করছে। তিনি বলেছেন, ‘চীন এখন পাকিস্তান ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে সার্কের বিকল্প জোট গড়ছে। এখন তাদের প্রভাব নেপাল, ভুটান, শ্রীলঙ্কাতেও ছড়িয়ে পড়ছে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত