Ajker Patrika

আজও কুয়াশার চাদরে ঢাকা রাজধানী

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৯: ৫৫
কুয়াশার চাদরে রাজধানী ঢাকা। ছবি: আশিকুর রিমেল
কুয়াশার চাদরে রাজধানী ঢাকা। ছবি: আশিকুর রিমেল

দ্বিতীয় দিনের মতো আজও কুয়াশায় ঢাকা রাজধানী। বিশেষ করে রাতের শেষ ভাগ থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। গতকাল থেকে কুয়াশার সঙ্গে হালকা শীতও অনুভব করছে নগরবাসী। এমন পরিবেশে আজ সকালের দিকে পথে মানুষজনের আনাগোনাও বেশ কম দেখা গেছে।

গত কয়েক দিনে দেশের উত্তরাঞ্চলে যখন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলমান, তখন ঢাকার প্রকৃতি ছিল ঝলমলে রোদের। কুয়াশাবিহীন পরিবেশ, তাপমাত্রাও ছিল সহনশীল। কাল থেকে রাজধানী ঢাকা পড়েছে কুয়াশার চাদরে।

শুক্রবার সকালে ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—আজ সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।

আরও বলা হয়েছে—আজ ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সারা দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে সারা দেশে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সেই সঙ্গে দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত