ঢাকা: রাজধানীসহ সারা দেশে আজ সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে আসা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ।
সকালের তিন ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর অলিগলিতে, এমনকি মহাসড়কেও পানি আটকে গেছে। ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকার কারণে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন সাবধানে ও ধীরগতিতে চলছে। ফলে এত সকালেও কোথাও কোথাও তীব্র যানজট তৈরি হয়েছে। গণপরিবহন আর রিকশাসংকটের কারণে এ দুর্ভোগ আরও বেড়েছে। অনেকেরই অফিসে যেতে বাড়তি টাকা গুনতে হয়েছে।
ঢাকার বাইরেও সমানতালে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, ১০৩ মিলিমিটার। সমুদ্র কিছুটা উত্তাল থাকায় দেশের উপকূলীয় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজকের পত্রিকার সংবাদকর্মী তাসনিম চাকলাদার বলেন, ‘বাসা থেকে বের হয়েই দেখি রাস্তা পানিতে ডুবে গেছে, সেই সঙ্গে বৃষ্টি। অফিস যেতে বাস পেতেও দেরি হয়েছে।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ইয়াসিন জানান, অফিসে যাওয়ার জন্য দীর্ঘ সময় যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত অতিরিক্ত ভাড়া দিয়ে অফিসে যেতে হচ্ছে।
আবহাওয়াবিদ মো. আফতাবউদ্দিন জানান, মৌসুমি বায়ু শিগগির দেশে প্রবেশ করবে, এই কারণেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টা সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এদিকে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৩.৩ ডিগ্রী সেলসিয়াস।
ঢাকা: রাজধানীসহ সারা দেশে আজ সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে আসা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ।
সকালের তিন ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর অলিগলিতে, এমনকি মহাসড়কেও পানি আটকে গেছে। ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকার কারণে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন সাবধানে ও ধীরগতিতে চলছে। ফলে এত সকালেও কোথাও কোথাও তীব্র যানজট তৈরি হয়েছে। গণপরিবহন আর রিকশাসংকটের কারণে এ দুর্ভোগ আরও বেড়েছে। অনেকেরই অফিসে যেতে বাড়তি টাকা গুনতে হয়েছে।
ঢাকার বাইরেও সমানতালে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, ১০৩ মিলিমিটার। সমুদ্র কিছুটা উত্তাল থাকায় দেশের উপকূলীয় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আজকের পত্রিকার সংবাদকর্মী তাসনিম চাকলাদার বলেন, ‘বাসা থেকে বের হয়েই দেখি রাস্তা পানিতে ডুবে গেছে, সেই সঙ্গে বৃষ্টি। অফিস যেতে বাস পেতেও দেরি হয়েছে।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ইয়াসিন জানান, অফিসে যাওয়ার জন্য দীর্ঘ সময় যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত অতিরিক্ত ভাড়া দিয়ে অফিসে যেতে হচ্ছে।
আবহাওয়াবিদ মো. আফতাবউদ্দিন জানান, মৌসুমি বায়ু শিগগির দেশে প্রবেশ করবে, এই কারণেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টা সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এদিকে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৩.৩ ডিগ্রী সেলসিয়াস।
বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের আজ বৃহস্পতিবার সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৮৬। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৭তম। গতকাল বুধবার সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ৮৩ বায়ুমান নিয়ে ১৭তম স্থানেই ছিল ঢাকা।
১৭ ঘণ্টা আগেআবহাওয়া, আবহাওয়া অধিদপ্তর, তাপমাত্রা, বৃষ্টি, ঢাকা, পরিবেশ
১৮ ঘণ্টা আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের আজ বুধবার সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৮৩, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৭তম। গতকাল মঙ্গলবার সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ৯৯ বায়ুমান নিয়ে ৭ম স্থানে ছিল ঢাকা।
২ দিন আগেঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
২ দিন আগে