নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরে জলাশয় ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) টিস্যু কালচার ল্যাব নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিক সমাজ। ওই জলাশয় সংরক্ষণ ও পুনরুদ্ধারে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে নাগরিক সমাজের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে।
মানবাধিকারকর্মী সুলতানা কামাল, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ আটজন বিশিষ্ট নাগরিক ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। আজ শুক্রবার টিআইবি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মিরপুরের গৈদারটেক এলাকায় বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) চিহ্নিত জলাশয় ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক টিস্যু কালচার ল্যাব নির্মাণকাজ বন্ধে এবং জলাশয় সংরক্ষণ ও পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় একটি পত্র প্রেরণ করা হয়েছে। প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) গবেষণা অনুযায়ী ১৯৯৫ সালে ঢাকায় জলাধার ও জলাভূমির পরিমাণ ছিল ২০.৫৮ শতাংশ, যা ২০২৩ সালে কমে হয়েছে ২.৯১ শতাংশ। একটি আদর্শ শহরে ১০ শতাংশ থেকে ১২ শতাংশ জলাশয় থাকার কথা, এর বিপরীতে রাজধানীতে রয়েছে মাত্র ২.৯১ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক। জলাশয়সমূহ ভরাটের প্রত্যক্ষ প্রভাব; সামান্য বৃষ্টিতে ঢাকা মহানগরে প্রচণ্ড ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতাকে চিহ্নিত করেছেন নাগরিক সমাজ।
এ পত্রের মাধ্যমে ‘উন্নয়নের নামে জলাশয় ভরাট করা যাবে না’—মাননীয় প্রধানমন্ত্রীর এমন অনুশাসন এবং ঢাকার আশপাশের নদী ও খাল উদ্ধারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রী বরাবর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিএডিসি আধুনিক পদ্ধতিতে বীজ আলু উৎপাদনের লক্ষ্যে গৃহীত প্রকল্প বাস্তবায়নের জন্য ড্যাপের (২০২২-২০৩৫) জলাশয় হিসেবে চিহ্নিত এবং মিরপুরের গৈদারটেক এলাকায় আরএস ৫০১০, ৫০১৩, ৫০১৬,৫০১৭ ও সংলগ্ন দাগ এবং মহানগর ৩০০১, ৪০০৭ ও সংলগ্ন দাগসমূহের ১২ একর জলাশয় ভরাট করেছে। জলাশয়টি ডিএনসিসির ওয়াটার রিটেনশন পন্ডের সীমানার মধ্যে অবস্থিত। জলাবদ্ধতার চরম সংকটে থাকা এ নগরীর মিরপুর এলাকার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ আধার এ জলাশয়। পত্রে আরও উল্লেখ করা হয়, জনগুরুত্বপূর্ণ এ জলাশয় রক্ষায় মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত একটি জনস্বার্থমূলক মামলার পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট ২০২৩ মহামান্য হাইকোর্ট বিভাগ উল্লিখিত জলাশয়ে পুনরায় মাটি ভরাট এবং যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে বিএডিসিকে নির্দেশ প্রদান করেছেন এবং আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন এ আদেশ স্থগিত করে হাইকোর্ট বিভাগে মামলাটি শুনানির আদেশ দিলে, বর্তমানে তা শুনানির অপেক্ষায় রয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে আরও স্বাক্ষর করেছেন বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান।
রাজধানীর মিরপুরে জলাশয় ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) টিস্যু কালচার ল্যাব নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিক সমাজ। ওই জলাশয় সংরক্ষণ ও পুনরুদ্ধারে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে নাগরিক সমাজের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে।
মানবাধিকারকর্মী সুলতানা কামাল, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ আটজন বিশিষ্ট নাগরিক ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। আজ শুক্রবার টিআইবি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মিরপুরের গৈদারটেক এলাকায় বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) চিহ্নিত জলাশয় ভরাট করে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক টিস্যু কালচার ল্যাব নির্মাণকাজ বন্ধে এবং জলাশয় সংরক্ষণ ও পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় একটি পত্র প্রেরণ করা হয়েছে। প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) গবেষণা অনুযায়ী ১৯৯৫ সালে ঢাকায় জলাধার ও জলাভূমির পরিমাণ ছিল ২০.৫৮ শতাংশ, যা ২০২৩ সালে কমে হয়েছে ২.৯১ শতাংশ। একটি আদর্শ শহরে ১০ শতাংশ থেকে ১২ শতাংশ জলাশয় থাকার কথা, এর বিপরীতে রাজধানীতে রয়েছে মাত্র ২.৯১ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক। জলাশয়সমূহ ভরাটের প্রত্যক্ষ প্রভাব; সামান্য বৃষ্টিতে ঢাকা মহানগরে প্রচণ্ড ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতাকে চিহ্নিত করেছেন নাগরিক সমাজ।
এ পত্রের মাধ্যমে ‘উন্নয়নের নামে জলাশয় ভরাট করা যাবে না’—মাননীয় প্রধানমন্ত্রীর এমন অনুশাসন এবং ঢাকার আশপাশের নদী ও খাল উদ্ধারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রী বরাবর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিএডিসি আধুনিক পদ্ধতিতে বীজ আলু উৎপাদনের লক্ষ্যে গৃহীত প্রকল্প বাস্তবায়নের জন্য ড্যাপের (২০২২-২০৩৫) জলাশয় হিসেবে চিহ্নিত এবং মিরপুরের গৈদারটেক এলাকায় আরএস ৫০১০, ৫০১৩, ৫০১৬,৫০১৭ ও সংলগ্ন দাগ এবং মহানগর ৩০০১, ৪০০৭ ও সংলগ্ন দাগসমূহের ১২ একর জলাশয় ভরাট করেছে। জলাশয়টি ডিএনসিসির ওয়াটার রিটেনশন পন্ডের সীমানার মধ্যে অবস্থিত। জলাবদ্ধতার চরম সংকটে থাকা এ নগরীর মিরপুর এলাকার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ আধার এ জলাশয়। পত্রে আরও উল্লেখ করা হয়, জনগুরুত্বপূর্ণ এ জলাশয় রক্ষায় মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত একটি জনস্বার্থমূলক মামলার পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট ২০২৩ মহামান্য হাইকোর্ট বিভাগ উল্লিখিত জলাশয়ে পুনরায় মাটি ভরাট এবং যেকোনো ধরনের স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে বিএডিসিকে নির্দেশ প্রদান করেছেন এবং আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন এ আদেশ স্থগিত করে হাইকোর্ট বিভাগে মামলাটি শুনানির আদেশ দিলে, বর্তমানে তা শুনানির অপেক্ষায় রয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে আরও স্বাক্ষর করেছেন বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান।
বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।
১৮ ঘণ্টা আগেপূর্বাভাসে বলা হয়, আজ রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
১৮ ঘণ্টা আগেপরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ কখনোই বন্ধ করা হয়নি। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে পানি ভবনে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে...
১ দিন আগেগবেষণার জন্য আমাজন রেইনফরেস্ট জুড়ে ১৮৮টি প্লট থেকে তথ্য সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। এখানে গাছের ‘বেসেল এরিয়া’ পরিমাপ করা হয়—অর্থাৎ গাছের গোড়ার ব্যাসার্ধে বনভূমির কতটুকু জায়গা দখল করছে তা পর্যবেক্ষণ করা হয়। এই পর্যবেক্ষণ শুরু হয় ১৯৭১ সালে এবং চলে ২০১৫ পর্যন্ত। তবে বিভিন্ন প্লটে পর্যবেক্ষণের সময় ছিল ভিন
২ দিন আগে