Ajker Patrika

লঘুচাপে পরিণত হতে পারে নিম্নচাপে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ০৯: ০৬
লঘুচাপে পরিণত হতে পারে নিম্নচাপে

আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী তিন দিনের মধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ সময় উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আজ শুক্রবার রাতে আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরের লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে গেছে। আগামীকাল সকালের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। তখন সতর্কসংকেত জানানো হবে।’

আজ শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত