Ajker Patrika

হালকা বৃষ্টিতে কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১: ৫৭
হালকা বৃষ্টিতে কমবে তাপমাত্রা

পৌষ মাস শেষ হতে চলেছে, তবুও গত কয়েক দিন তাপমাত্রা সামান্য বেশিই অনুভূত হয়েছে। তবে এবার দেশের ছয় বিভাগে হালকা বৃষ্টিতে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দিনের তাপমাত্রা আপাতত ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি চলে যাওয়ার পর রাতের তাপমাত্রা আরও কমতে থাকবে। আজ মঙ্গলবার এই বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট এবং ময়মন সিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক দুই ডিগ্রি কমতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আগের তুলনায় গত দুই তিন দিন তাপমাত্রা কিছুটা বেশি ছিল। তবে আজ থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মাধ্যমে তাপমাত্রা কমতে পারে। এই বৃষ্টি চলতে পারে ১৫ জানুয়ারি পর্যন্ত। বৃষ্টি শেষে শৈত্যপ্রবাহ হওয়ার শঙ্কা রয়েছে। তখন শীতের তীব্রতা বেশি থাকবে।’

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ১৬ দশমিক ৫ এবং বরিশালে ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত