নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পৌষ মাস শেষ হতে চলেছে, তবুও গত কয়েক দিন তাপমাত্রা সামান্য বেশিই অনুভূত হয়েছে। তবে এবার দেশের ছয় বিভাগে হালকা বৃষ্টিতে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দিনের তাপমাত্রা আপাতত ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি চলে যাওয়ার পর রাতের তাপমাত্রা আরও কমতে থাকবে। আজ মঙ্গলবার এই বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট এবং ময়মন সিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক দুই ডিগ্রি কমতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আগের তুলনায় গত দুই তিন দিন তাপমাত্রা কিছুটা বেশি ছিল। তবে আজ থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মাধ্যমে তাপমাত্রা কমতে পারে। এই বৃষ্টি চলতে পারে ১৫ জানুয়ারি পর্যন্ত। বৃষ্টি শেষে শৈত্যপ্রবাহ হওয়ার শঙ্কা রয়েছে। তখন শীতের তীব্রতা বেশি থাকবে।’
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ১৬ দশমিক ৫ এবং বরিশালে ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
পৌষ মাস শেষ হতে চলেছে, তবুও গত কয়েক দিন তাপমাত্রা সামান্য বেশিই অনুভূত হয়েছে। তবে এবার দেশের ছয় বিভাগে হালকা বৃষ্টিতে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দিনের তাপমাত্রা আপাতত ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি চলে যাওয়ার পর রাতের তাপমাত্রা আরও কমতে থাকবে। আজ মঙ্গলবার এই বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট এবং ময়মন সিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক দুই ডিগ্রি কমতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আগের তুলনায় গত দুই তিন দিন তাপমাত্রা কিছুটা বেশি ছিল। তবে আজ থেকে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মাধ্যমে তাপমাত্রা কমতে পারে। এই বৃষ্টি চলতে পারে ১৫ জানুয়ারি পর্যন্ত। বৃষ্টি শেষে শৈত্যপ্রবাহ হওয়ার শঙ্কা রয়েছে। তখন শীতের তীব্রতা বেশি থাকবে।’
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ১৬ দশমিক ৫ এবং বরিশালে ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টিও হতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেগতকালের চেয়ে আজ ঢাকার বায়ুমানে খুব একটা পরিবর্তন হয়নি। আজ শনিবার ঢাকার বাতাস সহনীয় পর্যায়েই রয়েছে। বছরের বেশির ভাগ সময়ই দূষণের মাত্রা অতিক্রম করে ঢাকার বাতাস। তবে বর্ষাকালে সাধারণত সহনীয় হয়ে থাকে রাজধানীর বায়ু।
১ দিন আগেআজ ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের আজ শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৭৮, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৯ম। গতকাল বৃহস্পতিবার ১১০ বায়ুমান নিয়ে ৮ম স্থানে ছিল ঢাকা, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর
২ দিন আগে