ভালোবাসার কিচেনে তারকা দম্পতিরা
ভালোবাসা দিবস উপলক্ষে মছরাঙা টেলিভিশন প্রচার করবে একটি বিশেষ অনুষ্ঠান, যার নাম ‘ভালোবাসার কিচেন’। ভালোবাসার এই রান্নাঘরে রান্না হবে মজার মজার রেসিপি, হবে খাওয়াদাওয়া আর জম্পেশ আড্ডা। যেখানে অংশ নেবেন তারকা দম্পতিরা। বিশেষ এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন টিভি পর্দার প্রিয়মুখ এফ এস নাঈম ও নাদিয়া দম্পতি।