বিনোদন ডেস্ক
ভারতের অন্যতম পুরোনো টিভি সিরিয়াল ‘সিআইডি’। ১৯৯৮ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হয় এই ক্রাইম ফিকশনের প্রচার। এই দীর্ঘ সময়ে এতটুকুও কমেনি সিআইডির জনপ্রিয়তা। এ সিরিয়ালের মূল চরিত্র এসিপি প্রদ্যুমান। শুরু থেকেই এ চরিত্রে অভিনয় করছেন শিবাজি সত্যম। তবে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো তাঁকে। জানা গেছে, সিআইডির নতুন পর্বে মৃত্যু হবে এসিপি প্রদ্যুমানের। এ খবর প্রকাশ্যে আসার পর খেপেছেন ভক্তরা।
সিআইডি থেকে শিবাজি সত্যমের সরে যাওয়ার গুঞ্জন আগে থেকেই ছিল। তবে গত শনিবার রাতে সনির পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়। ভক্তরা এ সিদ্ধান্তের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিচ্ছেন। দুই দশক ধরে সফলভাবে চলার পর ২০১৮ সালে শেষ হয় সিআইডির প্রথম সিজন। ছয় বছর পর সম্প্রতি আবার ফিরেছে সিরিয়ালটি। নেটফ্লিক্স, সনি এন্টারটেইনমেন্ট ও সনি লিভে দেখা যাচ্ছে সিআইডির দ্বিতীয় সিজন। তবে দ্বিতীয় সিজন শুরুর কিছু দিন না যেতেই এসিপি প্রদ্যুমান চরিত্রের আকস্মিক বিদায় মানতে পারছেন না কেউ। জানা গেছে, এক বোমা বিস্ফোরণের ঘটনায় মারা যাবে চরিত্রটি। এ দৃশ্যের শুটিং হয়ে গেছে। শিগগিরই প্রচারিত হবে।
তবে সিআইডি থেকে বিদায়ের বিষয়টি নিজেই জানেন না শিবাজি সত্যম। বোম্বে টাইমসকে অভিনেতা বলেন, ‘আমি কিছু দিনের ছুটিতে আছি। আপাতত শুটিং করছি না। চরিত্রটি শেষ হচ্ছে কি না, এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। যদি সেটা হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। এ চরিত্রে অভিনয় করে আনন্দ পেয়েছি। এটা দারুণ জার্নি ছিল।’
ভারতের অন্যতম পুরোনো টিভি সিরিয়াল ‘সিআইডি’। ১৯৯৮ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হয় এই ক্রাইম ফিকশনের প্রচার। এই দীর্ঘ সময়ে এতটুকুও কমেনি সিআইডির জনপ্রিয়তা। এ সিরিয়ালের মূল চরিত্র এসিপি প্রদ্যুমান। শুরু থেকেই এ চরিত্রে অভিনয় করছেন শিবাজি সত্যম। তবে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো তাঁকে। জানা গেছে, সিআইডির নতুন পর্বে মৃত্যু হবে এসিপি প্রদ্যুমানের। এ খবর প্রকাশ্যে আসার পর খেপেছেন ভক্তরা।
সিআইডি থেকে শিবাজি সত্যমের সরে যাওয়ার গুঞ্জন আগে থেকেই ছিল। তবে গত শনিবার রাতে সনির পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়। ভক্তরা এ সিদ্ধান্তের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিচ্ছেন। দুই দশক ধরে সফলভাবে চলার পর ২০১৮ সালে শেষ হয় সিআইডির প্রথম সিজন। ছয় বছর পর সম্প্রতি আবার ফিরেছে সিরিয়ালটি। নেটফ্লিক্স, সনি এন্টারটেইনমেন্ট ও সনি লিভে দেখা যাচ্ছে সিআইডির দ্বিতীয় সিজন। তবে দ্বিতীয় সিজন শুরুর কিছু দিন না যেতেই এসিপি প্রদ্যুমান চরিত্রের আকস্মিক বিদায় মানতে পারছেন না কেউ। জানা গেছে, এক বোমা বিস্ফোরণের ঘটনায় মারা যাবে চরিত্রটি। এ দৃশ্যের শুটিং হয়ে গেছে। শিগগিরই প্রচারিত হবে।
তবে সিআইডি থেকে বিদায়ের বিষয়টি নিজেই জানেন না শিবাজি সত্যম। বোম্বে টাইমসকে অভিনেতা বলেন, ‘আমি কিছু দিনের ছুটিতে আছি। আপাতত শুটিং করছি না। চরিত্রটি শেষ হচ্ছে কি না, এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। যদি সেটা হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। এ চরিত্রে অভিনয় করে আনন্দ পেয়েছি। এটা দারুণ জার্নি ছিল।’
বাংলাদেশে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। গতকাল বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশে আসার খবর জানিয়ে তিনি লেখেন, ‘হাই বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’
৫ ঘণ্টা আগেদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আনোয়ার সিরাজী পরিচালিত ‘অন্ধকারে আলো’। আসমান জমিন প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মীর লিয়াকত আলী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাকিব শিকদার, মুসকান ইসলাম, তিথি চৌধুরী, রেবেকে রউফ, জ্যাকি আলমগীর প্রমুখ।
৫ ঘণ্টা আগে‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ দিয়ে প্রশংসিত হয়েছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। এবার তিনি বানিয়েছেন ‘দেলুপি’ নামের পূর্ণদৈর্ঘ্য সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন থেকে জানানো হয়েছে, শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
৫ ঘণ্টা আগে২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তাঁরা। এরপর জুটি হয়ে অভিনয় করেন ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবু ভালোবাসি’, ‘কি দারুণ দেখতে’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু সিনেমায়।
১৭ ঘণ্টা আগে