নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাজায় গণহত্যার প্রতিবাদে স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল হবে বলে জানিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আজ সোমবার সংগঠনটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এই নতুন সময়সূচির কথা জানান।
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আপনারা জানেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল গণহত্যা ও বর্বরোচিত হামলা করেছে। এ মুহূর্তে আমরা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন প্রথম এই ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আজ সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি। ‘‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’’ বিশ্বব্যাপী এই প্রোগ্রাম হচ্ছে।’
সংগঠনটির সভাপতি বলেন, ‘১১ এপ্রিল আমাদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও ছিল। যেহেতু সেদিন শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান ও আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মিছিলে অংশ নেব, সে জন্য ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শনিবার সারা দেশের চারটি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছি। ১২ এপ্রিল একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।’
এ্যানি বলেন, ‘বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশের শিল্পীরাই এই কনসার্টে অংশ নেবেন। স্থানীয়ভাবে আঞ্চলিক গানও থাকবে। আমরা বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছি, সে জন্য সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের এই আয়োজন।’
দুপুরে এ্যানির নেতৃত্বে ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদ আলীর সঙ্গে দেখা করেন। কনসার্ট সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশের সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত সংগঠনটির কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
গাজায় গণহত্যার প্রতিবাদে স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল হবে বলে জানিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আজ সোমবার সংগঠনটির সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এই নতুন সময়সূচির কথা জানান।
শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আপনারা জানেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল গণহত্যা ও বর্বরোচিত হামলা করেছে। এ মুহূর্তে আমরা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন প্রথম এই ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আজ সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি। ‘‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’’ বিশ্বব্যাপী এই প্রোগ্রাম হচ্ছে।’
সংগঠনটির সভাপতি বলেন, ‘১১ এপ্রিল আমাদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও ছিল। যেহেতু সেদিন শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান ও আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মিছিলে অংশ নেব, সে জন্য ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শনিবার সারা দেশের চারটি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছি। ১২ এপ্রিল একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।’
এ্যানি বলেন, ‘বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশের শিল্পীরাই এই কনসার্টে অংশ নেবেন। স্থানীয়ভাবে আঞ্চলিক গানও থাকবে। আমরা বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছি, সে জন্য সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের এই আয়োজন।’
দুপুরে এ্যানির নেতৃত্বে ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদ আলীর সঙ্গে দেখা করেন। কনসার্ট সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুলিশের সর্বাত্মক সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত সংগঠনটির কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৭ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৯ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৯ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৯ ঘণ্টা আগে