বিনোদন ডেস্ক
‘মিশন: ইমপসিবল’-এর প্রতিটি সিনেমায় যেন মৃত্যুর কাছ থেকে ফিরে আসেন টম ক্রুজ। দুর্ধর্ষ গোয়েন্দা ইথান হান্ট হয়ে কখনো তাঁকে ঝুলে থাকতে দেখা যায় প্লেনে, ট্রেনে; কখনো বুর্জ খলিফায়। এ সিরিজের নতুন পর্ব ‘মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং’-এ টম ক্রুজ আবার জীবনের ঝুঁকি নেবেন, তা তো জানা কথা। গতকাল প্যারামাউন্ট পিকচার্স প্রকাশ করেছে সিনেমার ট্রেলার। এতে আরও অপ্রতিরোধ্য টম ক্রুজ।
ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং হতে পারে ইথান হান্ট হিসেবে টম ক্রুজের শেষ সিনেমা। ট্রেলারেও পাওয়া গেল সে ইঙ্গিত, শেষ দৃশ্যে তিনি বলছেন, ‘শেষবারের মতো তোমাদের ভরসা আমার দরকার।’ শেষ সিনেমাতেও এতটুকু ছাড় দেননি টম ক্রুজ। সর্বোচ্চ ঝুঁকি নিয়েছেন। শেষ মিশনে পুরোনো সহকর্মীদের জড়ো করতে দেখা যায় ইথান হান্টকে, তাই ট্রেলারে ঘুরেফিরে এসেছে আগের পর্বগুলোর বিভিন্ন ক্লিপস।
মিশন: ইমপসিবল সিরিজের অষ্টম সিনেমা এটি। শেষ পর্বের গল্প বলা হয়েছে দুই ভাগে। এর আগের পর্ব ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। আগের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে দ্য ফাইনাল রেকনিং। দ্য এনটিটি নামক একটি বিশেষ এআই প্রোগ্রাম ছিল গল্পের কেন্দ্রে। এ প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় গ্যাব্রিয়েল, তার বিরুদ্ধেই ছিল ইথান হান্টের যুদ্ধ। দ্য ফাইনাল রেকনিংয়ে এনটিটিকে মোকাবিলার সূত্র পেয়েছে ইথান হান্ট, চেষ্টা করছে তার সাবেক সহকর্মীদের জড়ো করার। তাদের নিয়ে ডুবে যাওয়া সাবমেরিনটি খুঁজে বের করতে হবে, যাতে রয়েছে গুরুত্বপূর্ণ কোড।
টম ক্রুজ ছাড়াও দ্য ফাইনাল রেকনিংয়ে অভিনয় করেছেন সাইমন পেগ, ভিং রামেস, ভেনেসা কিরবি, হেইলি অ্যাটওয়েল, এসাই মোরালেস প্রমুখ। আগামী ২৩ মে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ১৪ মে প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবে।
‘মিশন: ইমপসিবল’-এর প্রতিটি সিনেমায় যেন মৃত্যুর কাছ থেকে ফিরে আসেন টম ক্রুজ। দুর্ধর্ষ গোয়েন্দা ইথান হান্ট হয়ে কখনো তাঁকে ঝুলে থাকতে দেখা যায় প্লেনে, ট্রেনে; কখনো বুর্জ খলিফায়। এ সিরিজের নতুন পর্ব ‘মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং’-এ টম ক্রুজ আবার জীবনের ঝুঁকি নেবেন, তা তো জানা কথা। গতকাল প্যারামাউন্ট পিকচার্স প্রকাশ করেছে সিনেমার ট্রেলার। এতে আরও অপ্রতিরোধ্য টম ক্রুজ।
ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং হতে পারে ইথান হান্ট হিসেবে টম ক্রুজের শেষ সিনেমা। ট্রেলারেও পাওয়া গেল সে ইঙ্গিত, শেষ দৃশ্যে তিনি বলছেন, ‘শেষবারের মতো তোমাদের ভরসা আমার দরকার।’ শেষ সিনেমাতেও এতটুকু ছাড় দেননি টম ক্রুজ। সর্বোচ্চ ঝুঁকি নিয়েছেন। শেষ মিশনে পুরোনো সহকর্মীদের জড়ো করতে দেখা যায় ইথান হান্টকে, তাই ট্রেলারে ঘুরেফিরে এসেছে আগের পর্বগুলোর বিভিন্ন ক্লিপস।
মিশন: ইমপসিবল সিরিজের অষ্টম সিনেমা এটি। শেষ পর্বের গল্প বলা হয়েছে দুই ভাগে। এর আগের পর্ব ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। আগের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে দ্য ফাইনাল রেকনিং। দ্য এনটিটি নামক একটি বিশেষ এআই প্রোগ্রাম ছিল গল্পের কেন্দ্রে। এ প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় গ্যাব্রিয়েল, তার বিরুদ্ধেই ছিল ইথান হান্টের যুদ্ধ। দ্য ফাইনাল রেকনিংয়ে এনটিটিকে মোকাবিলার সূত্র পেয়েছে ইথান হান্ট, চেষ্টা করছে তার সাবেক সহকর্মীদের জড়ো করার। তাদের নিয়ে ডুবে যাওয়া সাবমেরিনটি খুঁজে বের করতে হবে, যাতে রয়েছে গুরুত্বপূর্ণ কোড।
টম ক্রুজ ছাড়াও দ্য ফাইনাল রেকনিংয়ে অভিনয় করেছেন সাইমন পেগ, ভিং রামেস, ভেনেসা কিরবি, হেইলি অ্যাটওয়েল, এসাই মোরালেস প্রমুখ। আগামী ২৩ মে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে ১৪ মে প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবে।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৩ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে