চার শিল্পী গাইলেন শারদীয় পূজার গান
দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হলো চার শিল্পীর গাওয়া নতুন গান ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’। গেয়েছেন পলাশ লোহা, পিজিত মহাজন, অনিন্দিতা সাহা অথি ও প্রিয়াঙ্কা পিয়া। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৮ সেপ্টেম্বর এইচএম ভয়েস নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।