Ajker Patrika

সুজন বড়ুয়ার ‘বান্ধব’ সিনেমা মুক্তি পাচ্ছে ৩ অক্টোবর

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ০২
‘বান্ধব’ সিনেমার দৃশ্যে মৌ খান এবং নির্মাতা সুজন বড়ুয়া। ছবি: সংগৃহীত
‘বান্ধব’ সিনেমার দৃশ্যে মৌ খান এবং নির্মাতা সুজন বড়ুয়া। ছবি: সংগৃহীত

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে সুজন বড়ুয়া পরিচালিত সিনেমা ‘বান্ধব’। এর আগে একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। অবশেষে দুর্গাপূজা উপলক্ষে আগামী ৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া ও প্রযোজক আবুল বাশার।

নির্মাতারা বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকায় সরে দাঁড়াই। এখন সিনেমা মুক্তির উপযুক্ত সময় এসেছে। তা ছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এ জন্য সিনেমাটি আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ৩ অক্টোবর মুক্তি দিচ্ছি।’

সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক সুজন বড়ুয়া। তিনি বলেন, ‘আমি অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে। অবশেষে “বান্ধব” মুক্তি পাচ্ছে। অন্য রকম শান্তি অনুভব করছি। আশা করি সিনেমাটি দর্শক পছন্দ করবেন। কারণ “বান্ধব” সম্পূর্ণ গল্পনির্ভর সিনেমা।’

‘বান্ধব’ সিনেমার দৃশ্যে গাজী রাকায়েত। ছবি: সংগৃহীত
‘বান্ধব’ সিনেমার দৃশ্যে গাজী রাকায়েত। ছবি: সংগৃহীত

ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন এক শিশুর জীবনগল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়। মূল চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। আরও আছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান, আসমা শিউলি, আরফান প্রমুখ।

বান্ধব সিনেমায় পাঁচটি গান রয়েছে। এর মধ্যে চারটি গান লিখেছেন সুদীপ কুমার দীপ, অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে মোবাইল ফোন কেনার সুযোগ

নেছারাবাদে ছেলের গলায় দা ধরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত