Ajker Patrika

ইচ্ছে পূরণ হলো ফকিরার, ঘুরে গেলেন এফডিসি

বিনোদন প্রতিবেদক, ঢাকা
(বাঁ থেকে) সনি রহমান ও ফকিরা
(বাঁ থেকে) সনি রহমান ও ফকিরা

একসময় বড় পর্দায় খলচরিত্রে নিয়মিত মুখ ছিলেন ইসমাইল হোসেন; যাঁকে সবাই ফকিরা নামে চেনেন। ৭০০টির বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেতা এখন শয্যাশায়ী। তিনবার স্ট্রোক করে ৬৫ বছর বয়সী এই অভিনেতা এখন কথা বলতে পারেন না।

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ফকিরার বাসায় গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সনি রহমান। একটি ভিডিও পোস্ট করে সনি জানান ফকিরার বর্তমান অবস্থা। সে সময় দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে যাওয়ার ইচ্ছার কথা জানান ফকিরা। সেই ইচ্ছে পূরণ করতেই গতকাল পরিবারের সহায়তায় ফকিরাকে এফডিসিতে নিয়ে আসেন সনি রহমান।

এফডিসিতে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন ফকিরা। মুখে কথা বলতে না পারলেও তাঁর চোখেমুখে ফুটে উঠছিল সেই অনুভূতি। চোখ থেকে ঝরছিল পানি। এ সময় ফকিরাকে এফডিসির বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখান সনি রহমান। এরপর ফকিরাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

সনি রহমান বলেন, ‘ফকিরা ভাইয়ের ইচ্ছে পূরণের জন্যই তাঁকে এফডিসিতে নিয়ে এসেছি। এক বছর আগেও এফডিসিতে নিয়মিত আসতেন তিনি। কাজ থাকুক আর না থাকুক, তিনি এফডিসিতে আসতেন। হঠাৎ অসুস্থ হয়ে তিনি এখন শয্যাশায়ী। যে মানুষকে ঘরে আটকে রাখা অসম্ভব ছিল, সেই মানুষটা আজ চার দেয়ালে আটকা। কয়েক দিন আগে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এফডিসিতে যাওয়ার ইচ্ছা জানান। তাঁর সন্তানেরাও আমাকে অনুরোধ করেন তাঁকে এখানে নিয়ে আসার জন্য।’

কদিন আগে খবর ছড়ায়, ফকিরার চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন। সে প্রসঙ্গে সনি রহমান বলেন, ‘সম্প্রতি খবর ছড়িয়েছে, ফকিরা ভাইয়ের সাহায্য প্রয়োজন। এ রকম তথ্য দিয়ে চলচ্চিত্রের শিল্পীদের ব্যঙ্গ করা হচ্ছে। তাঁর পরিবারের পক্ষ থেকে কখনো কোথাও এমন কোনো অনুরোধ করা হয়নি। বলা হয়নি, টাকা দিয়ে সহায়তা করুন। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।’

সনি রহমান জানান, ফকিরার অসুস্থতার খবর জানার পর চলচ্চিত্রের শিল্পীরা তাঁর খোঁজখবর নিচ্ছেন। এ ছাড়া ফকিরার চিকিৎসার সহায়তায় তাঁর পরিবারের পাশে শিল্পী সমিতি সব সময় থাকবে বলে জানিয়েছেন সনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় মার্কিন শান্তি প্রস্তাবে আরব-ইউরোপসহ সবাই একমত, কী আছে ট্রাম্পের ২০ দফায়

ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা, ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

গান গাওয়া ও শোনা নিষিদ্ধের দাবিও উঠবে

পুলিশের জালে জালিয়াতির মামলায় ফাঁসলেন ‘সম্পদের দেবী’, উদ্ধার ৬১ হাজার বিটকয়েন

এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর: ড. ইউনূস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত