এক গানেই পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ কাঁপিয়ে দিলেন অনির্বাণ ভট্টাচার্য
এবার কনসার্ট থেকে ভাইরাল অনির্বাণের আরেকটি গান। এ গানে পশ্চিমবঙ্গের রাজনীতির তিন ঘোষকে নিয়ে স্যাটায়ার করেছেন তিনি। কারা এই তিন ঘোষ? তাঁরা হলেন তৃণমূল, সিপিএম এবং বিজেপির তিন নেতা যথাক্রমে কুণাল ঘোষ, শতরূপ ঘোষ ও দিলীপ ঘোষ।