Ajker Patrika

নৃত্যময়ের বর্ষপূর্তিতে জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নৃত্য প্রতিযোগিতার তিন বিচারক (বাঁ থেকে) রুহী, শখ ও লাবণ্য।	ছবি: সংগৃহীত
নৃত্য প্রতিযোগিতার তিন বিচারক (বাঁ থেকে) রুহী, শখ ও লাবণ্য। ছবি: সংগৃহীত

১৫ সেপ্টেম্বর আট বছর পূর্তি অনুষ্ঠান করবে নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান নৃত্যময়। এ উপলক্ষে বিশিষ্টজনদের সম্মাননা দেওয়ার পাশাপাশি আয়োজন করা হয়েছে জাতীয় নৃত্য প্রতিযোগিতার।

১৫ সেপ্টেম্বর বিকেল ৪টায় রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নৃত্যময়ের বর্ষপূর্তির অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সভাপতিত্ব করবেন মো. আব্দুল আউয়াল বাবু, স্বাগত বক্তব্য দেবেন আতিকুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নৃত্যশিল্পী, অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী।

বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনটি সম্মাননা প্রদান করবে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক আরিফ হোসেন শামীম, বরিশালের বাশাইল শহীদ সুকান্ত বাবু কলেজের প্রভাষক ললিতা সরকার, ঢাকার নৃত্যশিল্পী ও প্রশিক্ষক দীপ্ত পাল, রংপুরের কোরিওগ্রাফার জাকির হোসেন বাবু, নওগাঁর নৃত্য প্রশিক্ষক মো. সুলতান মাহমুদ, ঝালকাঠির দেবাশীষ সেনগুপ্ত, লক্ষ্মীপুরের শুভ দাস, কিশোরগঞ্জের সুব্রত দে টুনটুন, নৃত্যশিল্পী ও মেকআপ আর্টিস্ট মো. শাহীন খান, লাইট ডিজাইনার মো. বজলুর রহমানকে।

এ ছাড়া নৃত্যময়ের আট বছর পূর্তি উপলক্ষে ১ ও ২ সেপ্টেম্বর রাজধানীর শিশু একাডেমিতে সারা দেশের নৃত্যশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জাতীয় নৃত্য প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিভিন্ন শাখায় অংশ নিয়েছেন ৪ থেকে ২৫ বছর বয়সের নৃত্যশিল্পীরা। ১৫ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন শাখায় চ্যাম্পিয়ন হওয়া নৃত্যশিল্পী ও দলকে স্বর্ণ পদক প্রদান করা হবে। লোকনৃত্য (একক) প্রতিযোগিতার বিচারক ছিলেন অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ এবং বাফার নৃত্য শিক্ষক, নৃত্যশিল্পী, অভিনেত্রী, উপস্থাপিকা নুসরাত জান্নাত রুহী। তিনটি বিভাগেরই দলীয় লোকনৃত্যের বিচারক হিসেবে ছিলেন সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত