Ajker Patrika

কলকাতায় পুরস্কার পেলেন চঞ্চল

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ১১
পুরস্কার হাতে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত
পুরস্কার হাতে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

টালিউডে খুব বেশি কাজ করেননি চঞ্চল চৌধুরী। তবু বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও তাঁর আকাশছোঁয়া জনপ্রিয়তা। সে সূত্রে সেখানকার বিভিন্ন অনুষ্ঠানে চঞ্চলের ডাক পড়ে। পান পুরস্কার ও সম্মাননা। গত রোববার রাতে কলকাতার এক হোটেলে আয়োজিত হয় পঞ্চম বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং দ্বিতীয় কলকাতা রত্ন সম্মান অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন চঞ্চল চৌধুরী। অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড। অভিনয় ক্ষেত্রে অপরিসীম অবদানের জন্য এ পুরস্কার পেয়েছেন চঞ্চল।

জানা গেছে, অ্যাড-মৃণ এন্টারটেইনমেন্ট আয়োজিত এ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরে যাঁরা সিনেমা, গান ও খেলাধুলায় অবদান রাখছেন, তাঁদের সম্মাননা জানানো হয়। চঞ্চল চৌধুরী ছাড়াও এ অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, কৌশিক ব্যানার্জি, নাট্যব্যক্তিত্ব সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, সংগীতশিল্পী লগ্নজিতা, অনিক ধর, নির্মাতা গৌতম ঘোষ ও ফুটবলার দীপেন্দু বিশ্বাস।

চঞ্চলের হাতে পুরস্কার তুলে দেন বলিউড অভিনেত্রী মন্দাকিনী। অনেক অনুরোধের পর ‘সাদা সাদা কালা কালা’ শুনিয়ে সবাইকে মুগ্ধ করেন চঞ্চল। বলেন, ‘গান গাওয়া আমার কাজ নয়। আমাকে কেউ কোনো স্টেজে গাইতে বললে দ্বিধায় পড়ে যাই, লজ্জা পাই। তারপরও যেহেতু এত মানুষ বলছেন, সে জন্য গাইলাম।’

অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চঞ্চল আরও বলেন, ‘পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। এই যে স্বীকৃতি বা সম্মাননা, এতে কাজের প্রতি আগ্রহ বাড়ে, দায়িত্ব বাড়ে, সম্মান বাড়ে। আরও যেন ভালো কাজ করতে পারি, দর্শককে যেন আরও বিনোদিত করতে পারি। একজন শিল্পীর তো এর চেয়ে আর বেশি কিছু চাওয়া নেই। আমরা তো কাজ করি দর্শকের জন্য। তাদের ভালো লাগা যেন অব্যাহত থাকে, সে চেষ্টাই করি সব সময়।’

নিজের নতুন কাজ নিয়ে চঞ্চল বলেন, ‘সামনে যে কাজগুলো আছে সবই ফিল্মের কাজ। বাংলাদেশে কিছু সিনেমা আছে, কিছু আছে কলকাতায়। কাজগুলো নিয়ে আলোচনা চলছে, প্রস্তুতি চলছে। আগামী ছয়-সাত মাসে চার-পাঁচটি সিনেমার কাজ করব। এবার ব্রাত্য বসুর সঙ্গে কাজ করব। এটা মোটামুটি ফাইনাল হয়ে আছে। পরের মাসেই শুটিং হবে।’ ব্রাত্য বসুর ‘শেকড়’ হতে চলেছে টালিউডে চঞ্চলের দ্বিতীয় সিনেমা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্পের অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। এ ছাড়া অমিতাভ ভট্টাচার্যের ‘ত্রিধরা’ নামে টালিউডের আরও এক সিনেমায় অভিনয়ের কথা রয়েছে চঞ্চলের। এতে তাঁর সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত ও কৌশিক গাঙ্গুলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার পতনের আগের দিন ড. ইউনূসের সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা হয়: নাহিদ

শেষ ওভারে নবির ছক্কাবৃষ্টি, বাংলাদেশের সমীকরণ কী দাঁড়াল

কুমিল্লায় ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশ-সেনাবাহিনী মোতায়েন

দিয়াবাড়ির কাশবনে নারীর অর্ধগলিত লাশ, মৃত্যু ১০-১২ দিন আগে: পুলিশ

সেনা আশ্রয় ছেড়ে ভাড়া বাড়িতে নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত