Ajker Patrika

লাবণ্যের কণ্ঠে নজরুলের গান ‘ঐ ঘর ভোলানো সুরে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ইয়াসমিন লাবণ্য। ছবি: সংগৃহীত
ইয়াসমিন লাবণ্য। ছবি: সংগৃহীত

ইয়াসমিন লাবণ্য একজন সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপক। মাছরাঙা টেলিভিশনে নিয়মিতই দেখা যায় তাঁর উপস্থাপনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির (ঢাকা) সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে কর্মরত আছেন তিনি। তাঁর কণ্ঠে প্রকাশিত হয়েছে বেশ কিছু মৌলিক গান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশ কিছু গানও কণ্ঠে তুলেছেন তিনি। এবার তিনি গাইলেন কাজী নজরুল ইসলামের ‘ঐ ঘর ভোলানো সুরে’ শিরোনামের গানটি। সংগীত আয়োজন করেছেন মো. স্মরণ ও কৌশিক আহমেদ অন্তর। গত শনিবার কৌশিক আহমেদ অন্তরের স্টুডিওতে গানটির ভয়েজ রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এখন চলছে অডিও সম্পাদনা ও ভিডিও তৈরির কাজ। চলতি মাসেই গানটি প্রকাশ করতে চান লাবণ্য।

লাবণ্য জানিয়েছেন, এরই মধ্যে স্টুডিওতে গানের ভিডিও রেকর্ডিং হয়েছে। স্টুডিও ভার্সন ভিডিও দিয়েই গানটি প্রকাশ করা হবে। প্রকাশিত হবে ব্যান্ড পার্টি নামের ফেসবুক পেজে।

ইয়াসমিন লাবণ্য জানিয়েছেন, নজরুলের গাওয়া আগের গানগুলো নিয়ে অনেকের প্রশংসা পেয়েছেন। তাই কবির প্রয়াণ দিবস উপলক্ষে নতুন করে আবারও তাঁর গান কণ্ঠে তোলা। লাবণ্য বলেন, ‘এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “আমার আপনার চেয়ে আপন যে জন”, “আমায় নহে গো”, “বেদনার পারাবার করে হাহাকার”, “নাইবা পেলাম তোমার গলার হার” গানগুলো গেয়েছি। গানগুলো প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পেয়েছি। কবির প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে নতুন গান প্রকাশের ইচ্ছা ছিল। নানা কারণে গানটি সময়মতো রেকর্ডিং করতে পারিনি। আশা করছি চলতি সপ্তাহেই প্রকাশ করতে পারব। স্মরণ ভাই ও অন্তর ভাই দুজনেই বেশ যত্ন নিয়ে গানটি করছেন। অনেক সময় দিচ্ছেন গানটির পেছনে। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের সবার চেষ্টা সফল হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত