নতুন ধারাবাহিক ‘বাজিমাত’
আজ (৩০ মে) থেকে আরটিভিতে প্রচার শুরু হচ্ছে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বাজিমাত’। প্রতি শুক্র থেকে সোমবার রাত ১০টায় দেখানো হবে নাটকটি। পাপ্পু রাজের রচনায় এটি পরিচালনা করেছেন মুসাফির রনি। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, সালহা খানম নাদিয়া, নিলয়, মৌসুমী হামিদ, আব্দুল্লাহ রানা, ডাঃ এজাজ