Ajker Patrika

‘প্রথম দেখেছিলাম মোনালিসাকে’

বিনোদন প্রতিবেদক
‘প্রথম দেখেছিলাম মোনালিসাকে’

ঢাকা: সালটা ২০০০-০১। অপূর্ব তখনও আজকের অপূর্ব হয়ে ওঠেননি। অভিনয়ই শুরু করেননি তখনও। তবে অভিনয়-মডেলিংয়ের ইচ্ছাটা ছিল। সিনেমা দেখতেন নিয়মিত। টিভি নাটক। সিরিজ। দেশের অনেক অভিনয়শিল্পীর কাজ ভালো লাগতো অপূর্বর। মোনালিসাও ছিলেন তাঁর পছন্দের তালিকায়।

একদিন সন্ধ্যার পর, বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিচ্ছিলেন অপূর্ব। ধানমন্ডির এক রেস্তোরাঁয়। ওই হইচইয়ের মধ্যে হঠাৎ ঢুকে পড়েন মোনালিসা। তখন টিভি নাটকে বেশ জনপ্রিয় তিনি। ওই রেস্তোরাঁয় বন্ধুদের নিয়ে খেতে এসেছিলেন মোনালিসা। বসেছিলেন নিকট দূরত্বে। অন্য টেবিলে। ওই প্রথম পর্দার কাউকে সামনাসামনি দেখেন অপূর্ব।

পরবর্তী সময়ে মোনালিসার সঙ্গে নাটকে অভিনয় করেছেন অপূর্বকথা বলেছিলেন তার সঙ্গে, কিংবা অটোগ্রাফ? অপূর্ব বলেন, ‘না। দেখেছিলাম শুধু। মোনালিসা আড্ডা মারছিল বন্ধুদের নিয়ে। আমার তখন ওই সেন্সটা ছিল যে, বিরক্ত করা ঠিক হবে না।’
তবে বেশ মুগ্ধ হয়েছিলেন। এক্সাইটিং ছিল ব্যাপারটা।

এরপর আরো কত তারকাকেই সামনাসামনি দেখেছেন অপূর্ব! একসঙ্গে কাজ করেছেন। আড্ডা দিয়েছেন। এরপর অপূর্ব নিজেই বনে গেছেন তারকা! এখন তাকেও সামনাসামনি দেখার অভিজ্ঞতা অনেকের কাছেই সৌভাগ্যের!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত