Ajker Patrika

পাঁচ সিনেমা আটকে

বিনোদন প্রতিবেদক
পাঁচ সিনেমা আটকে

ঢাকা: লকডাউনের শুরু থেকে শুটিং থেকে দূরে ছিলেন ফজলুর রহমান বাবু। ঈদের পর সম্প্রতি কাজে ফিরেছেন তিনি। জানালেন, ‘হাউস নং-৯৬’ ধারাবাহিকে একেকটি গল্প নিয়ে একেকটি পর্ব। তেমন একটি পর্বে দেখা যাবে তাঁকে, যেখানে তিনি গ্রাম থেকে মেয়েকে নিয়ে ঢাকা শহরে আসেন চিকিৎসার জন্য। ইতিবাচক কিছু ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান।

ফজলুর রহমান বাবু এখন থেকে বিরতি দিয়ে পরিস্থিতি বুঝে নিয়মিত অভিনয় করতে চাচ্ছেন। তাঁর হাতে রয়েছে বেশ কিছু ধারাবাহিকের কাজ। এর মধ্যে গানেও কণ্ঠ দেবেন তিনি। ঈদে অভিনেত্রী শাওনের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

তবে সিনেমা নিয়ে বেশ বিপাকে পড়েছেন এই জনপ্রিয় অভিনেতা। বাবু বলেন, ‘পাঁচটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। করোনার কারণে সেগুলো বারবার পিছিয়ে যাচ্ছে। অনেক দিন ধরে চলচ্চিত্রে কাজ করতে পারছি না। এই কারণেও মন কিছুটা খারাপ। এই সিনেমাগুলোর শুটিং শেষ হয়ে মুক্তি পেলে যেন নতুন উদ্যম পাব।’  ‘শঙ্খনাদ’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘গহিন বালুচর’ ও ‘ফাগুন হাওয়া’য় অভিনয় করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু। চলচ্চিত্র অভিনেতা হিসেবে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। চলচ্চিত্র নিয়ে তিনি বেশ আশাবাদীও। তিনি বলেন, ‘আমার ভাগ্য ভালো যে কিছু ভালো নির্মাতা এখনো আমাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য ডাকেন। তাঁদের চলচ্চিত্রে আমার বয়সী একজন মানুষের জায়গা হয়। এই কাজটা আমাকে খুবই টানে। কারণ, একটা নাটকে যা করা যায় না এমন অনেক কিছুই করার সুযোগ থাকে সিনেমায়। তবে ভালো চরিত্রের আশায় আমি স্বল্পদৈর্ঘ্য বা খুব কম বাজেটের কাজেও সম্পৃক্ত হই।’

বাবু বলেন, ‘অভিনয় আমাকে শান্তি দেয়। তবে সেই অভিনয়টা অনেক সময়ই নিজের মতো করে করতে পারি না। এর মতো কষ্ট আর নেই। এমনও হয়েছে দিনের পর দিন অভিনয় করে যাচ্ছি কিন্তু সন্তুষ্ট হতে পারছি না। থিয়েটার ছেড়ে খেয়ে–পরে বাঁচার জন্য নাটকে অভিনয় শুরু করলাম। সেই নাটকও এখন আগের জায়গায় নেই। এদিকে আমাদের দেশে সেভাবে থিয়েটারই নেই। ঢাকায় যে থিয়েটার রয়েছে, সেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে দূরবর্তী হওয়ার কারণে দর্শক সেভাবে আসছে না।

থিয়েটারে নতুন করে অভিনয় করারও ইচ্ছে আছে। ফজলুর রহমান বাবু বলেন, ‘থিয়েটারের নতুন করে দর্শক তৈরি হচ্ছে না। সুযোগ পেলে আমার এখনো ইচ্ছা আছে নিয়মিত থিয়েটারটা করে যাওয়া।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত