Ajker Patrika

সুসময়ে জোভান

বিনোদন প্রতিবেদক
সুসময়ে জোভান

ঢাকা: বাংলালিংকের বিজ্ঞাপন ‘আমি ঘুরি সারা বাংলাদেশ’–এর মাধ্যমেই প্রথম আলোচনায় আসেন ফারহান আহমেদ জোভান। ছোট পর্দায় ১০ বছরের ক্যারিয়ার। এই সময়ে নিজের ক্যারিয়ারে প্রাপ্তির সংখ্যা কম নয়। জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন, নিজেও হয়েছেন জনপ্রিয়। বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা জোভান। গেল ঈদে ‘আঁধারি’, ‘দৌড়ের ওপর ওষুধ নেই’, ‘অতঃপর’, ‘আফ্রিকান বউ’, ‘ব্যাক ফায়ার’, ‘বালক বালিকা’সহ ঈদে একাধিক কাজ দিয়ে প্রশংসা পেয়েছেন। আর তার ফল পাচ্ছেন ঈদুল আজহায়। আগামী ঈদের জন্য এখনই তাঁর তেমন কোনো শিডিউল ফাঁকা নেই। জানালেন, ঈদুল আজহায় ১৫টির মতো নাটকে অভিনয় করবেন। ইতিমধ্যে দ্বিগুণের বেশি চিত্রনাট্য হাতে পেয়েছেন। এখনো চিত্রনাট্য আসছে। ইতিমধ্যে পাঁচটি নাটকের শুটিং শেষ করেছেন।

‘মরীচিকা’ নামে ওয়েব সিরিজে অভিনয় করেছেন জোভান। থ্রিল, ড্রামা আর সাসপেন্স নিয়েই ‘মরীচিকা’। জুয়েল চরিত্রে অভিনয় করেছেন।

শৈশব থেকেই জোভানের ইচ্ছা ছিল অভিনয় করবেন। অভিনয় করার জন্য অনেক নির্মাতার কাছে ধরনা দিতে হয়েছে তাঁকে। কেউ কাজ দেয়নি। একসময় হতাশ হয়ে পড়েন জোভান। ভাবছিলেন অভিনয় ছেড়ে দেবেন। এমন সময় ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ আসে। প্রথম নাটকেই মোড় ঘুরে যায় ক্যারিয়ারের। আর পেছনে তাকাতে হয়নি। বর্তমান সময়ে অনেকের মতো তিনি এক গণ্ডির মধ্যে ঘুরেফিরে অভিনয় করছেন বলে শোনা যায়। একই পরিচালক ও অভিনেত্রীর সঙ্গে একাধিক নাটকে দেখা যায়।

ফারহান আহমেদ জোভানতবে সেটা স্বীকার করলেন না এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি সে পথে হাঁটিনি। আমার প্রথম প্রায়োরিটি গল্প ও পরিচালক। এর পরে দেখি আমার সঙ্গে কে অভিনয় করছেন। আর দেখুন, আমাদের মিডিয়ায় নিয়মিত কাজ করেন এমন পরিচালকের সংখ্যাও কিন্তু খুব বেশি নয়। সেই পরিচালকদের আবার কমফোর্ট জোন আছে। সবকিছু মিলিয়ে এমনটা মনে হয়। সেখানে খারাপ কিছু আছে বলেও মনে হয় না। তবে পরিচালকেরা অবশ্যই কারও ওপর নির্ভরশীল না হয়ে স্বাধীন হওয়া উচিত। কারণ তাতে আরও ভিন্ন ধাঁচের কাজ পাওয়া যাবে। আমারও পছন্দের কিছু নির্মাতা আছেন। তাঁদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেখানে দোষের কিছু নেই।’

‘মরীচিকা’ নামে ওয়েব সিরিজে অভিনয় করেছেন জোভান। থ্রিল, ড্রামা আর সাসপেন্স নিয়েই ‘মরীচিকা’। জুয়েল চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে ২৫ সেকেন্ডের মাথায় প্রথম পর্দায় দেখা যায় জুয়েলকে। স্ত্রী মাহিয়া মাহি কোনো কারণে বেশ বিরক্ত হয়ে যায় জুয়েলের ওপর। ১ মিনিট ১৫ সেকেন্ডের মাথায় আবার দেখা যায় জুয়েলকে, যেখানে তালাক দেওয়ার জন্য হুমকি দিচ্ছে নিশো আর সঙ্গে মাথায় পিস্তল ধরে রেখেছে। ট্রেলারে তৃতীয়বার জোভানকে দেখা যায় থানায়। হঠাৎ মুখ থেকে কাপড় সরিয়ে পুলিশকে বলছে, আমি জুয়েল। তারপর জুয়েল পালাচ্ছে। পুলিশ ছুটতে থাকে তার পিছু পিছু। অনেকেই বলছেন, জোভানের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে ‘মরীচিকা’ ওয়েব সিরিজটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত