Ajker Patrika

নতুন ধারাবাহিক ‘বাজিমাত’

বিনোদন প্রতিবেদক
নতুন ধারাবাহিক ‘বাজিমাত’

ঢাকা:  আজ (৩০ মে) থেকে আরটিভিতে প্রচার শুরু হচ্ছে নতুন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘বাজিমাত’। প্রতি শুক্র থেকে সোমবার রাত ১০টায় দেখানো হবে নাটকটি। পাপ্পু রাজের রচনায় এটি পরিচালনা করেছেন মুসাফির রনি। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, সালহা খানম নাদিয়া, নিলয়, মৌসুমী হামিদ, আব্দুল্লাহ রানা, ডাঃ এজাজ, কল্যাণ কোরাইয়া প্রমুখ।

মীর সাব্বির ও মৌসুমী হামিদ।হাসান এবং মুরাদ নামে দুই ব্যক্তি নিজেদের ভাগ্যের চাকা ঘোরাতে গাড়ি, বাড়ি, ফ্ল্যাটসহ বিয়ে করে দুই ধনীর দুলালীকে। কিন্তু ফলাফলে মুরাদ স্ত্রী হিসেবে পায় বদ মেজাজি তামান্নাকে, সঙ্গে স্বঘোষিত রকস্টার, ভয়ানক শ্বশুর জনাব ফোরকান আলী বান্টি সাহেবকে। আর হাসান পায় উদ্ভট চরিত্রের মিনিকে। তারা খুব দ্রুত বুঝতে পারে ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে জীবনের চাকাই পাংচার করে ফেলেছে।

এজাজুল-ইসলামপরিচালক মুসাফির রনি বলেন,‘হাস্যরসাত্বক, নির্মল বিনোদনে ভরপুর গল্প ও নানা ধরনের মজার সব চরিত্র নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত