বিনোদন প্রতিবেদক
ঢাকা: মফস্বল শহরের এক ক্রিকেটারের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ম্যাচ উইনার’। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি উত্তরা, পুরান ঢাকা, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ ও এর আশপাশ এলাকায় ছবিটির শুটিং শেষ হয়েছে।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তাঁর বিপরীতে রয়েছেন নাজিবা বাশার ও নিশাত প্রিয়ম। একজন ক্রিকেটার গ্রাম থেকে ঢাকায় এসে তারকা হয়ে যায়। তারকা হওয়ার পথে তাকে যে বাধার পথ পাড়ি দিতে হয়, তা দেখানো হয়েছে সিরিজটিতে।
এতে অভিনয় প্রসঙ্গে নাজিবা বাশার বলেন, ‘এখানে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রেম দেখানো হয়। আমি তাকে প্রেমের ফাঁদে ফেলি। আশা করছি শহুরে প্রেমিকা ‘‘তানিয়া’’ চরিত্র দর্শকের পছন্দ হবে।’
নির্মাতা আবু হায়াত বলেন, নাটকটি ক্রিকেট খেলা নিয়ে তৈরি হয়েছে। এর সঙ্গে রয়েছে পারিবারিক, সামাজিক ও আনুষঙ্গিক বিষয়। ‘ম্যাচ উইনার’ ওয়েব সিরিজটি গতানুগতিক গল্প থেকে ভিন্ন স্বাদের। আর ঢাকার বাইরে মনোরম কিছু লোকেশনে শুটিং হয়েছে। প্রত্যেক অভিনয়শিল্পী তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। ক্রিকেট খেলার সঙ্গে জীবনকে সুন্দর করে ফুটিয়ে তুলতে গল্পে ও সংলাপে ভিন্নতা আনা হয়েছে। দর্শকদের ভালো লাগবে। এটি এনটিভি অনলাইন ওটিটির জন্য নির্মিত। এই ওয়েব সিরিজটি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা।
ইয়াশ রোহান বলেন, ভালো গল্পে ওয়েব সিরিজ আমাকে সবসময়ই টানে। এর গল্পটা তেমনই। এতে আমাকে দেখা যাবে রাকিবুল চরিত্রে। গল্প ও চরিত্র মিলে আশা করছি ওয়েব সিরিজটি দর্শকদের ভালো লাগবে।
এতে আরও অভিনয় করেছেন হিন্দোল রয়, সুজাত শিমুল, মিলি বাশার, নরেশ ভূঁইয়া।
ঢাকা: মফস্বল শহরের এক ক্রিকেটারের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ম্যাচ উইনার’। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি উত্তরা, পুরান ঢাকা, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ ও এর আশপাশ এলাকায় ছবিটির শুটিং শেষ হয়েছে।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তাঁর বিপরীতে রয়েছেন নাজিবা বাশার ও নিশাত প্রিয়ম। একজন ক্রিকেটার গ্রাম থেকে ঢাকায় এসে তারকা হয়ে যায়। তারকা হওয়ার পথে তাকে যে বাধার পথ পাড়ি দিতে হয়, তা দেখানো হয়েছে সিরিজটিতে।
এতে অভিনয় প্রসঙ্গে নাজিবা বাশার বলেন, ‘এখানে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রেম দেখানো হয়। আমি তাকে প্রেমের ফাঁদে ফেলি। আশা করছি শহুরে প্রেমিকা ‘‘তানিয়া’’ চরিত্র দর্শকের পছন্দ হবে।’
নির্মাতা আবু হায়াত বলেন, নাটকটি ক্রিকেট খেলা নিয়ে তৈরি হয়েছে। এর সঙ্গে রয়েছে পারিবারিক, সামাজিক ও আনুষঙ্গিক বিষয়। ‘ম্যাচ উইনার’ ওয়েব সিরিজটি গতানুগতিক গল্প থেকে ভিন্ন স্বাদের। আর ঢাকার বাইরে মনোরম কিছু লোকেশনে শুটিং হয়েছে। প্রত্যেক অভিনয়শিল্পী তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। ক্রিকেট খেলার সঙ্গে জীবনকে সুন্দর করে ফুটিয়ে তুলতে গল্পে ও সংলাপে ভিন্নতা আনা হয়েছে। দর্শকদের ভালো লাগবে। এটি এনটিভি অনলাইন ওটিটির জন্য নির্মিত। এই ওয়েব সিরিজটি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা।
ইয়াশ রোহান বলেন, ভালো গল্পে ওয়েব সিরিজ আমাকে সবসময়ই টানে। এর গল্পটা তেমনই। এতে আমাকে দেখা যাবে রাকিবুল চরিত্রে। গল্প ও চরিত্র মিলে আশা করছি ওয়েব সিরিজটি দর্শকদের ভালো লাগবে।
এতে আরও অভিনয় করেছেন হিন্দোল রয়, সুজাত শিমুল, মিলি বাশার, নরেশ ভূঁইয়া।
টালিউড বক্স অফিসে ঝড় তোলা ‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তির ইচ্ছার কথা জানিয়েছেন সিনেমার প্রযোজক রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বরাবর অনুরোধও জানিয়েছেন।
৭ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মর্যাদাপূর্ণ শিল্প সম্মাননা ‘কেনেডি সেন্টার অনার্স’ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কেনেডি সেন্টার ২০২৫ সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তাঁর নাম প্রস্তাব করলেও, সময়সূচির জটিলতার কারণে...
৭ ঘণ্টা আগে‘মার্শাল কিং’ নামের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চলচ্চিত্র অভিনেতা রুবেল। শুটিং সেটে তোলা বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন সিনেমার খবর জানিয়েছেন পরিচালক মিজানুর রহমান শামীম।
৭ ঘণ্টা আগেসম্প্রতি অভিনয় ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন অভিষেক বচ্চন। বাবা অমিতাভ বচ্চনের অভিনয় প্রতিভার সঙ্গে অভিষেকের তুলনা চলেছে বছরের পর বছর ধরে। সেসব সমালোচনা হাসিমুখে মেনে নিয়ে নিজের অভিনয়ে আরও ভালো করার চেষ্টা করে গেছেন অভিষেক।
৭ ঘণ্টা আগে