নিঃসন্তান মায়ের বেদনাগাথা নিয়ে ‘চার দেয়ালের মধ্যখানে’
নিঃসন্তান মায়ের বেদনাগাঁথা নিয়ে নির্মিত হয়েছে বিটিভির নাটক ‘চার দেয়ালের মধ্যখানে’। পার্থ সারথী দাসের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এটি প্রচারিত হবে ২৭ নভেম্বর শনিবার রাত ৯টায়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আহসান হাবীব নাসিম, সুষমা সরকার, রিমু রোজা, মোস্তাফিজুর রহম