Ajker Patrika

পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচারের প্রতিচ্ছবি ‘শ্বাপদ’

ইমাম হোসেন শামীম, ঢাকা
পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচারের প্রতিচ্ছবি ‘শ্বাপদ’

আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে লুকিয়ে আছে অসংখ্য ছোট ঘটনা। কোনো কোনো ঘটনা এতটাই নৃশংস যে শুনলে বুক কেঁপে ওঠে। পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচারের শিকার হয়েছে এ দেশের মানুষ, বিজয় দিবসের নাটক ‘শ্বাপদ’ তারই প্রতিচ্ছবি। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার। তিনি বলেন, ‘গল্পটি প্রথম শুনেছি ওয়াজিউল্লাহর নাতি রাশেদুল আউয়াল শাওনের কাছে। পরে গল্পের অনুপুঙ্খ পেয়েছি ওয়াজিউল্লাহর মেয়ে লুৎফুন্নেসার কাছে।’ নাটকটি পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। প্রযোজনা করেছেন পিকলু চৌধুরী।

১৯৭১ সাল। নাটকের মূল চরিত্র ওয়াজিউল্লাহ চৌধুরী তখন পাকিস্তান রেলওয়েতে বিটি গার্ড হিসেবে কর্মরত। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা পাকিস্তানের সরকারি চাকুরে। পাকিস্তানের ক্যাপ্টেন লতিফ তাঁকে হুকুম করেন, ‘ট্রেনে একটা খালি বগি জুড়তে হবে। কুমিল্লার বাইরে এক জায়গায় ট্রেন থামাবে। সেখান থেকে ওই বগিতে কিছু মাল তোলা হবে, যা রাতের মধ্যেই ডেলিভারি দিতে হবে। এই ঘটনা কাউকে জানানো যাবে না এবং যুদ্ধকালীন একটা অপারেশন হিসেবে বিবেচনা করতে হবে এটিকে। মাল লোড-আনলোড করতে তোমার স্টাফদেরও সহযোগিতা লাগবে।’

‘শ্বাপদ’ নাটকের দৃশ্যক্যাপ্টেনের আদেশ অমান্য করার উপায় নেই। সেই মোতাবেক কাজ করতে গিয়ে চমকে ওঠেন ওয়াজিউল্লাহ। কয়েক শ লাশ তোলা হয় খালি বগিতে। লাশ তোলার একপর্যায়ে ওয়াজিউল্লাহ খেয়াল করেন একটা লাশ যেন একটু নড়ে উঠল। একটা হ্যাজাক বাতি নিয়ে চলন্ত ট্রেনে লাশের বগিতে ঢোকেন ওয়াজিউল্লাহ। একজন দুজন নয়, ১৭টা শরীরে প্রাণের স্পন্দন পান তিনি। এ সময় তাঁদের বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন তিনি।

ওয়াজিউল্লাহ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। নির্মাতা জানিয়েছেন, পুরো নাটকটি চিত্রায়িত হয়েছে সৈয়দপুরে। চিত্রায়নের সুবিধার্থে তিন দিনের জন্য একটি ট্রেন ভাড়া করা হয়েছিল।

‘শ্বাপদ’ নাটকের দৃশ্যনাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, শতাব্দী ওয়াদুদ, এফ এস নাইম, শবনম ফারিয়া, আবুল কালাম আজাদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত