এনটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘জয়েন্ট ফ্যামিলি’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে। মজুমদার শিমুল ও গোলাম সারোয়ার অনিকের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, দিলারা জামান, মনিরা মিঠু, শহীদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, সুষমা সরকার, শাহেদ আলী, ফরহাদ লিমন, নিকুল কুমার মন্ডল, শাহবাজ সানী, অরিত্রা, হানিফ পালোয়ান প্রমুখ।
‘জয়েন্ট ফ্যামিলি’ ধারাবাহিক নাটকের গল্পে দেখা যাবে, যৌথ পরিবারের মেয়ে শিশির। তার বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সব সম্মন্ধ ভেস্তে যায়। কারণ, শিশিরের দাবি— বিয়ের পর সে শ্বশুরবাড়ি যাবে না।
তার ধনুরভাঙা পণ, বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি সবাই মিলেমিশে এক বাড়িতে থাকবে। দু-পক্ষের কাছেই পরের বাড়ি বলে কিছু থাকবে না।
অনেক খোঁজার পর বিলেত ফেরত ছেলে অমিকে পাওয়া যায়, যে শিশিরের সব সিদ্ধান্ত মেনে নেয়।
বিয়ে হয় তাদের। একটি দুই তলা বাড়ি কিনে দুই পরিবারের মানুষগুলো একত্রে থাকতে শুরু করে।
‘জয়েন্ট ফ্যামিলি’ ধারাবাহিক নাটকে শিশির চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। আর অমি চরিত্রে আছেন তৌসিফ মাহবুব।
এনটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘জয়েন্ট ফ্যামিলি’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে। মজুমদার শিমুল ও গোলাম সারোয়ার অনিকের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, দিলারা জামান, মনিরা মিঠু, শহীদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, সুষমা সরকার, শাহেদ আলী, ফরহাদ লিমন, নিকুল কুমার মন্ডল, শাহবাজ সানী, অরিত্রা, হানিফ পালোয়ান প্রমুখ।
‘জয়েন্ট ফ্যামিলি’ ধারাবাহিক নাটকের গল্পে দেখা যাবে, যৌথ পরিবারের মেয়ে শিশির। তার বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সব সম্মন্ধ ভেস্তে যায়। কারণ, শিশিরের দাবি— বিয়ের পর সে শ্বশুরবাড়ি যাবে না।
তার ধনুরভাঙা পণ, বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি সবাই মিলেমিশে এক বাড়িতে থাকবে। দু-পক্ষের কাছেই পরের বাড়ি বলে কিছু থাকবে না।
অনেক খোঁজার পর বিলেত ফেরত ছেলে অমিকে পাওয়া যায়, যে শিশিরের সব সিদ্ধান্ত মেনে নেয়।
বিয়ে হয় তাদের। একটি দুই তলা বাড়ি কিনে দুই পরিবারের মানুষগুলো একত্রে থাকতে শুরু করে।
‘জয়েন্ট ফ্যামিলি’ ধারাবাহিক নাটকে শিশির চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। আর অমি চরিত্রে আছেন তৌসিফ মাহবুব।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
৪ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৭ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৭ ঘণ্টা আগে