Ajker Patrika

আবুল হায়াতের পরিচালনায় নতুন নাটক

আবুল হায়াতের পরিচালনায় নতুন নাটক

সোমবার নিজের রচনা ও পরিচালনায় ‘কান পেতে রই’ নামের একটি নাটক নির্মাণ করেছেন আবুল হায়াত। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শাহেদ শরীফ খান, দীপা খন্দকার, শিশুশিল্পী অবনী ও আরাফাত এবং আবুল হায়াত নিজে।

চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি। ‘কান পেতে রই’ নাটকের গল্প প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘এটি মূলত প্রেমের গল্প। এ নাটকের মধ্য দিয়ে আমি একটি বিষয়ই তুলে ধরতে চেয়েছি, তা হলো- ভালোবাসার কোনো মৃত্যু নেই। এতে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। আর আমার পুত্র ও পুত্রবধুর চরিত্রে আছে শাহেদ ও দীপা।’

দিলারা জামান বলেন, ‘হায়াত ভাইয়ের পরিচালনায় অভিনয় করতে সবসময়ই ভালো লাগে। তিনি বেশ যত্নের সঙ্গে কাজ করেন বলে তাঁর নাটকগুলো ভালো হয়।’

পাঁচ মাস আগে আবুল হায়াত ‘মেঘ ময়ূরীর গল্প’ নামের একটি নাটক নির্মাণ করেছিলেন। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছিলেন আবুল হায়াত নিজেই।

আগামী বিজয় দিবসে আবুল হায়াত আরেকটি নাটক নির্মাণ করবেন। এটিএন বাংলায় প্রচার হবে সেটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত