Ajker Patrika

‘দৌড়ের উপর’-এ নিলয়-মাহি

ইমাম হোসেন শামীম, ঢাকা
‘দৌড়ের উপর’-এ নিলয়-মাহি

মানুষকে ঠকানো যেন দুই বন্ধুর একমাত্র কাজ! কখনো বাড়িওয়ালার মেয়ে ভেবে কাজের মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়ে ধরা পড়ে। এক বন্ধু পুলিশ সেজে অন্য বন্ধুকে ছাড়িয়ে আনে। উল্টো ভয়ও দেখিয়ে আসে।

এরকম অনেক ঘটনা ঘটায় তারা দুই বন্ধু মিলে। বাড়িওয়ালাকে ফাঁদে ফেলে স্বর্ণালংকার নিয়ে পালায়। নতুন পরিচয়ে আরেক বাড়িতে উঠে বাড়িওয়ালাকে পটিয়ে চলে অন্য নাটক।

তবে লোভী মানসিকতার এই দুই বন্ধু একসময় নিজেরাও পড়ে যায় বিপাকে। দুই মেয়ের খপ্পরে একসময় সর্বস্ব হারায় তারা।

এমন গল্প নিয়ে আনিসুর রহমান রাজিব সম্প্রতি তৈরি করেছেন একক নাটক ‘দৌড়ের উপর’। লিখেছেন রশীদুর রহমান। শুটিং হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে।

‘দৌড়ের উপর’ নাটকে নিলয় আলমগীর, সামিরা খান মাহি, সাব্বির অর্ণব ও জান্নাত জেবাএতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, সামিরা খান মাহি, সাব্বির অর্ণব ও জান্নাত জেবা।

নির্মাতা আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা রোমান্টিক কমেডি ধাঁচের। শুরু থেকে শেষ পর্যন্ত একধরনের রহস্য থাকবে। এই নাটক দিয়ে দর্শককে আমরা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি— লোভে পাপ পাপে মৃত্যু।’

‘দৌড়ের উপর’ নাটকের শুটিং শেষ। সম্পাদনা শেষে প্রচার হবে একটি টিভি চ্যানেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত