Ajker Patrika

রংমিস্ত্রি সজলের প্রেমে সারিকা!

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১: ০০
রংমিস্ত্রি সজলের প্রেমে সারিকা!

একসময় অভিনেতা আবদুন নূর সজলের পরিচিত ছিল ‘রোমান্টিক হিরো’ হিসেবে। কিন্তু গত কয়েক বছরে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসেছেন তিনি। দামি জিনস-প্যান্ট-সানগ্লাস, ঝকঝকে ড্রইংরুমের আবহ থেকে নিজের চরিত্রকে টেনে বের করে ফেলেছেন নানান চ্যালেঞ্জে।

শহুরে ভিক্ষুক, মহিষের গাড়িয়াল, মধ্যবিত্ত মুক্তিযোদ্ধা, সুবোধ স্কুলটিচার— সজল নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন অনেকভাবে। সজল এখনো খুঁজে চলেছেন সারাক্ষণ। যে চরিত্রগুলো তাঁকে ভাবাবে, কষ্ট করতে বাধ্য করবে।

সাহিত্যিক ইশতিয়াক আহমেদ তেমনই এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সজলকে। লেখালেখির পাশাপাশি ইদানীং নির্মাণও করছেন ইশতিয়াক। কিছুদিন আগে বানিয়েছেন টেলিফিল্ম ‘রংমিস্ত্রি’। এতে রংমিস্ত্রির চরিত্রে অভিনয় করেছেন সজল।

শ্যান্ডো গেঞ্জি পরে, সারা গায়ে ছিটেফোটা রং মেখে, বাঁশের তৈরি মাচায় উঠে বাস্তবের রংমিস্ত্রির মতোই সারা দিন শুটিং করেছেন সজল। ‘রংমিস্ত্রি’ টেলিফিল্মে সজলকে সঙ্গ দিয়েছেন সারিকা সাবরিন।

‘রংমিস্ত্রী’ টেলিফিল্মের দৃশ্যে সজল ও সারিকাটেলিফিল্মের গল্পে দেখা যাবে, এক চারতলা বাড়িতে রঙের কাজ করতে যায় সজল। একদিন জানালা দিয়ে দেখতে পায় সারিকাকে। প্রথম দেখাতেই ভালো লাগে। সে ভুলে যায় তাদের অবস্থানগত পার্থক্য।

দ্বিতীয় দিনেও কাজের ফাঁকে সারিকাকে দেখার চেষ্টা করে সজল। একটা সময় সারিকাও এগিয়ে আসে। তার নাম জানতে চায়। জানালা দিয়ে খাবারও বিনিময় হয়। এভাবে কথাবার্তা বাড়ে দুজনের। সখ্য তৈরি হয়। একটা সময় মেয়েটার পরিবারের লোকজন চলে আসে। শুরু হয় জটিলতা।

‘রংমিস্ত্রি’ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, প্রিয়ন্তি গোমেজ, রাজু আহসান, শেখ স্বপ্না, রিয়া বর্মণ, সৈকত ইসলাম ও আরাবী মাহমুদ নোমান। টেলিফিল্মটি দেখা যাবে আগামীকাল বুধবার, বেলা ৩টায় চ্যানেল আইতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত