Ajker Patrika

গৃহকর্মে নিয়োজিত শিশুদের পক্ষে নাদিয়া

বিনোদন প্রতিবেদক
গৃহকর্মে নিয়োজিত শিশুদের পক্ষে নাদিয়া

‘গৃহকর্মী নয়, গৃহে নিয়োজিত শিশুর আছে অধিকার; তারা হতে চায় না নির্যাতনের শিকার’— এমন বার্তা সবার কাছে পৌঁছে দিতে চান অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। সম্প্রতি ‘নতুন আলোয়’ নামের একটি নাটকে এনজিও কর্মী হিসেবে অভিনয় করেছেন তিনি। যিনি শিশু অধিকারের পক্ষে কাজ করেন।

নাটকটিতে দেখা যাবে, স্বামীহীন অসুস্থ হনুফা বেগম মেয়ে আরিফাকে নিয়ে বস্তিতে থাকে। বস্তির আজগর হনুফাকে তাকে বুঝিয়ে আরিফাকে ফ্লাটে কাজ দেয়। শরীফ-নুসরাত দম্পতির কাছে পৌঁছায় আরিফা। শরীফ নরম স্বভাবের হলেও তার স্ত্রী নুসরাত প্রচণ্ড রাগী ও বদমেজাজি। তাঁর বাড়িতে এসে নির্যাতনের শিকার হয় আরিফা। চড়, থাপ্পড়, গরম খুন্তি, বেল্ট— কোনো কিছুই বাদ যায় না। পাশের বাড়ির এক দম্পতি এ বিষয়টি জানায় এনজিও কর্মী তানিয়াকে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই নাটকে তানিয়া চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ। আর আরিফার চরিত্রে আছে শিশুশিল্পী লামিয়া আক্তার।

‘নতুন আলোয়’ নাটকে এনজিও কর্মী হিসেবে অভিনয় করেছেন নাদিয়াইসহাক ফারুকীর রচনা ও পরিচালনায় ‘নতুন আলোয়’ নাটকে আরও অভিনয় করেছেন অপু আহমেদ, তন্ময় সোহেল, দোলন দে, রাকিব হাসান বাপ্পী, রিয়াজ রাজ, সামিহা আক্তার স্বর্ণা ও রোকসানা আক্তার পপি।

নাটকটির জন্য ‘গৃহকর্মী নয়, গৃহে নিয়োজিত শিশু’ বিষয়ক গানটি লিখেছেন পরিচালক নিজে। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ রিফাত কবীর। গান গেয়েছেন সাদমান সাকিব প্রান্ত ও মাইশা আহসান মম।

আগামী ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত