চার মাস পর শুটিংয়ে ফিরলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তাঁর নতুন নাটক ‘স্বাতী নক্ষত্রের আলোয়’। অভিনয় করছেন তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়া। আজ মিরপুরে শেষ হবে নাটকটির শুটিং।
চয়নিকা চৌধুরী বলেন, ‘চার মাস পর কাজে ফিরলাম। কেমন যেন অনভ্যস্ত মনে হচ্ছে সবকিছু। একটু ভয় ভয় করছে। তবে ভালোভাবেই শুটিং শেষ হচ্ছে। সুন্দর একটা সম্পর্কের গল্প বলা হবে।’ করপোরেট জীবনের গল্প বলবে এ নাটকটি। নাটকে তারিক আনাম খান ও মৌ অভিনয় করছেন স্বামী-স্ত্রীর চরিত্রে।
নাটকে মৌ একজন ধনাঢ্য নারী। মৌ বলেন, ‘আমি তো খুব বেছে বেছে নাটকে কাজ করি। এর মধ্যে এই নাটকের গল্পটা ভালো লেগেছে। তা ছাড়া পরিচালক চয়নিকা চৌধুরী একটা আস্থার জায়গা। তাঁর কাজ করতে বরাবরই ভালো লাগে।’
গল্পে বার্তা দেওয়া হয়েছে ভালোবাসাই বড়। ভালোবাসতে জানলে সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। পরিচালক বলেন, ‘মূল চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, ওনাদের সঙ্গে আগেও বহু কাজ করেছি। তবে এই কাজটি ওনারা আমার সঙ্গে করেছেন বলে ভীষণ কৃতজ্ঞ। কারণ শুরু থেকেই মনে হচ্ছিল, সব যেন নতুন করে শুরু করতে হচ্ছে। এমন অবস্থায় ওনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, তাতে আমি মুগ্ধ।’
হাউস অব এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘স্বাতী নক্ষত্রের আলোয়’ নাটকটি কোথায় প্রচার হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
চার মাস পর শুটিংয়ে ফিরলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তাঁর নতুন নাটক ‘স্বাতী নক্ষত্রের আলোয়’। অভিনয় করছেন তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়া। আজ মিরপুরে শেষ হবে নাটকটির শুটিং।
চয়নিকা চৌধুরী বলেন, ‘চার মাস পর কাজে ফিরলাম। কেমন যেন অনভ্যস্ত মনে হচ্ছে সবকিছু। একটু ভয় ভয় করছে। তবে ভালোভাবেই শুটিং শেষ হচ্ছে। সুন্দর একটা সম্পর্কের গল্প বলা হবে।’ করপোরেট জীবনের গল্প বলবে এ নাটকটি। নাটকে তারিক আনাম খান ও মৌ অভিনয় করছেন স্বামী-স্ত্রীর চরিত্রে।
নাটকে মৌ একজন ধনাঢ্য নারী। মৌ বলেন, ‘আমি তো খুব বেছে বেছে নাটকে কাজ করি। এর মধ্যে এই নাটকের গল্পটা ভালো লেগেছে। তা ছাড়া পরিচালক চয়নিকা চৌধুরী একটা আস্থার জায়গা। তাঁর কাজ করতে বরাবরই ভালো লাগে।’
গল্পে বার্তা দেওয়া হয়েছে ভালোবাসাই বড়। ভালোবাসতে জানলে সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। পরিচালক বলেন, ‘মূল চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, ওনাদের সঙ্গে আগেও বহু কাজ করেছি। তবে এই কাজটি ওনারা আমার সঙ্গে করেছেন বলে ভীষণ কৃতজ্ঞ। কারণ শুরু থেকেই মনে হচ্ছিল, সব যেন নতুন করে শুরু করতে হচ্ছে। এমন অবস্থায় ওনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, তাতে আমি মুগ্ধ।’
হাউস অব এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘স্বাতী নক্ষত্রের আলোয়’ নাটকটি কোথায় প্রচার হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
৫ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
৮ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১০ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১০ ঘণ্টা আগে