অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা শাহীন মাহফুজা হক। আজ বুধবার রাজধানীর একটি হাসপাতালে অভিনেত্রীর মায়ের হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের জন্য দোয়া চেয়েছেন তিশা। আর সন্তান হিসেবে প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময়ের অনুভূতি তুলে ধরেছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন তিশা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতি অপারেশনের আগে আমার মা আমাদেরকে বলে, ‘‘আমার চোখের দুই মণি (ইনায়া এবং ইলহাম) দুজনকে তোমরা দেখে রেখো।” আর আমরা হাসিমুখে বলি, “আম্মু এই অপারেশনের পরে তুমি আমাদের চাইতেও স্ট্রং হয়ে যাবে ইনশা আল্লাহ। তখন তুমি তোমার দুই নাতনির বিয়ে খাইতে পারবা।”
মায়ের অপারেশন নিয়ে তিশা এরপর লিখেছেন, ‘ডিসেম্বরের ২২ তারিখে আম্মুর বাইপাস হয়েছিল। এক বছর যেতে না হতে মেতে আজ আম্মুর আরেকটা অপারেশন হচ্ছে (হাঁটুতে অস্ত্রোপচার)। প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে।’
সবার কাছে দোয়া চেয়ে নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক। আমিন!’
বর্তমানে স্বামী মোস্তফা সরয়ার ফারুকী, মেয়ে ইলহাম ও সংসার নিয়ে বেশ সুখেই দিন পার করেছেন তিশা। শিগগিরই নতুন ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে। এটি নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন ফারুকী।
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মা শাহীন মাহফুজা হক। আজ বুধবার রাজধানীর একটি হাসপাতালে অভিনেত্রীর মায়ের হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের জন্য দোয়া চেয়েছেন তিশা। আর সন্তান হিসেবে প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময়ের অনুভূতি তুলে ধরেছেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন তিশা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতি অপারেশনের আগে আমার মা আমাদেরকে বলে, ‘‘আমার চোখের দুই মণি (ইনায়া এবং ইলহাম) দুজনকে তোমরা দেখে রেখো।” আর আমরা হাসিমুখে বলি, “আম্মু এই অপারেশনের পরে তুমি আমাদের চাইতেও স্ট্রং হয়ে যাবে ইনশা আল্লাহ। তখন তুমি তোমার দুই নাতনির বিয়ে খাইতে পারবা।”
মায়ের অপারেশন নিয়ে তিশা এরপর লিখেছেন, ‘ডিসেম্বরের ২২ তারিখে আম্মুর বাইপাস হয়েছিল। এক বছর যেতে না হতে মেতে আজ আম্মুর আরেকটা অপারেশন হচ্ছে (হাঁটুতে অস্ত্রোপচার)। প্রত্যেক অপারেশনের আগে বন্ড সাইন করার সময় হাতটা কেঁপে ওঠে।’
সবার কাছে দোয়া চেয়ে নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। পৃথিবীর সব মায়েরা সুস্থ থাকুক। আমিন!’
বর্তমানে স্বামী মোস্তফা সরয়ার ফারুকী, মেয়ে ইলহাম ও সংসার নিয়ে বেশ সুখেই দিন পার করেছেন তিশা। শিগগিরই নতুন ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে। এটি নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন ফারুকী।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে