Ajker Patrika

ঈদে বাড়ি ফেরার গল্প নিয়ে নাটকে পাঁচ অভিনেত্রী

এক ফ্রেমে ‘তোমাদের গল্প’ নাটকের অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত
এক ফ্রেমে ‘তোমাদের গল্প’ নাটকের অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে ছোট পর্দার বেশ কিছু চেনা মুখকে একত্র করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তাঁর পরিচালিত নতুন নাটক ‘তোমাদের গল্প’তে দেখা যাবে পাঁচ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরী আলম, মনিরা মিঠু ও শিল্পী সরকার অপুকে। গত পাঁচ দিন ধরে নরসিংদীতে নাটকটির শুটিং চলছে।

তোমাদের গল্প নাটকে প্রধান দুই চরিত্রে আছেন তটিনী ও ফারহান আহমেদ জোভান। পর্দায় তাঁদের রসায়ন ও খুনসুটি দেখা যাবে। অভিনয়ে আরও আছেন নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।

নাটকের বিষয়বস্তু নিয়ে নির্মাতা রাজ বলেন, ‘ঈদে শহরবাসী গ্রামে পরিবারের কাছে যায়। এটা আমাদের চেনা দৃশ্যপট। সেই পটভূমিকে অবলম্বন করে একটি পরিবারের গল্প নিয়ে নাটকটি তৈরি করছি। আশা করি, এবারের ঈদুল ফিতরে দর্শকদের আনন্দ দেবে আমাদের এই প্রচেষ্টা।’

তোমাদের গল্প নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এতে থাকছে একটি নতুন গান। জনি হকের লেখা গানটি গেয়েছেন ও সুর-সংগীত করেছেন আরফিন রুমি। ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত