পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। মফস্বল শহর। এ দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘বউয়ের বিয়ে’।
বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর! কারণ, সাধারণত এমন ঘটনা তো ঘটে না। যে ইতিমধ্যে একজনের বউ, তাঁর আবার আরেক বিয়ে হয় কীভাবে! পুরো বিষয়টি খোলাসা হবে ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের নাটকটি বানিয়েছেন রুবেল হাসান।
এতে হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ, বন্ধন ও প্রেমের গল্প।
নাটকটি নিয়ে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা বেছে নিয়েছি। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যারা একে অপরের প্রেমে পড়ে, গোপনে বিয়েও করে। এরপর শুরু হয় পারিবারিক জটিলতা।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, রোজার ঈদে ‘বউয়ের বিয়ে’সহ সিএমভির ব্যানারে প্রকাশ পাবে ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম। মফস্বল শহর। এ দুই বাড়ির সদস্যদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতে থাকে। নানা বিষয়ে চলে প্রতিযোগিতা। তবে যতই দ্বন্দ্ব থাকুক, ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘বউয়ের বিয়ে’।
বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর! কারণ, সাধারণত এমন ঘটনা তো ঘটে না। যে ইতিমধ্যে একজনের বউ, তাঁর আবার আরেক বিয়ে হয় কীভাবে! পুরো বিষয়টি খোলাসা হবে ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের নাটকটি বানিয়েছেন রুবেল হাসান।
এতে হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা, চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ, বন্ধন ও প্রেমের গল্প।
নাটকটি নিয়ে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা বেছে নিয়েছি। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যারা একে অপরের প্রেমে পড়ে, গোপনে বিয়েও করে। এরপর শুরু হয় পারিবারিক জটিলতা।’
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, রোজার ঈদে ‘বউয়ের বিয়ে’সহ সিএমভির ব্যানারে প্রকাশ পাবে ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৬ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৭ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৭ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৮ ঘণ্টা আগে