নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মেয়ে রশ্মি রুয়াইদা করিমের প্রথম জন্মদিন উদ্যাপন করলেন তারকা দম্পতি নির্মাতা-স্থপতি এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম। আজ মঙ্গলবার গাবতলীর ‘সুইচ বিদ্যানিকেতন’ স্কুলের দিপনগর শাখার শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগাভাগি করেন এই তারকা দম্পতি।
সুইচ বিদ্যানিকেতনের শিশুরাই আয়োজন করে গান, আড্ডা, কেক কাটাসহ নানা পর্ব। তারা জন্মদিন উপলক্ষে অপি করিমের কাছে নিজেদের হাতে আঁকা একটি ছবিও উপহার দেয় রশ্মির জন্য।
সন্তানেরা যেন নিজেদের উঁচু-নিচু শ্রেণিবিন্যাস থেকে মুক্ত রেখে সব মানুষকে সমানভাবে দেখতে পারে, সবাইকে আপন করে নিতে পারে—সেই শিক্ষা দিতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান অপি করিম। তিনি বলেন, ‘সাধারণত আমরা জন্মদিন পালন করি বিভিন্ন পার্টি সেন্টারে। এসব বাচ্চারা সে রকম উৎসব কখনো দেখে না। এতে আমাদের সন্তানদের মধ্যেও ওই ধরনের একটা আভিজাত্যপূর্ণ মনোভাব সব সময় কাজ করে। ফলে তারা নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভাবতে পারে না। ছোটবেলা থেকেই যদি ওদের মধ্যে ভাবনাটা আমরা দিয়ে দিতে পারি, তাহলে ধনী-গরিবের যে উঁচু-নিচু শ্রেণি বিভেদ সমাজে আছে, সেটা দূর হবে বলেই আমার বিশ্বাস।’
শুরু থেকেই স্কুলটির সঙ্গে যুক্ত এই তারকা দম্পতি। আর সন্তানের জন্মদিনটি এভাবে কাটানোকে উদাহরণ হিসেবে দেখছেন তাঁরা। ফাউন্ডেশন জানায়, ‘আমরা বলতে চাই, অনেকেই নানা ধরনের সহযোগিতা করেন শিশুদের। তবে এনামুল করিম নির্ঝর ও অপি করিমের এমন উদ্যোগ ও সম্পৃক্ততা আমাদের কাজকে বেগবান করেছে। আমরা চাই সমাজের আইকনেরা এভাবে আমাদের পাশে দাঁড়াক। অন্য কেউ এভাবে এগিয়ে এলে আমরা সানন্দে সব আয়োজন করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন কাজ করছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে। ২০১১ সাল থেকে তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম যেমন, পথ শিশুদের শিক্ষাদান, পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর সচেতনতামূলক কর্মসূচি, বইমেলায় হুইলচেয়ার সেবা, ১০ টাকায় কাপড় বিতরণ, ১০ টাকায় ইফতার বিতরণসহ বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ করে আসছে। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান সুইচ বিদ্যানিকেতন।
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মেয়ে রশ্মি রুয়াইদা করিমের প্রথম জন্মদিন উদ্যাপন করলেন তারকা দম্পতি নির্মাতা-স্থপতি এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম। আজ মঙ্গলবার গাবতলীর ‘সুইচ বিদ্যানিকেতন’ স্কুলের দিপনগর শাখার শিক্ষার্থীদের সঙ্গে দিনটি ভাগাভাগি করেন এই তারকা দম্পতি।
সুইচ বিদ্যানিকেতনের শিশুরাই আয়োজন করে গান, আড্ডা, কেক কাটাসহ নানা পর্ব। তারা জন্মদিন উপলক্ষে অপি করিমের কাছে নিজেদের হাতে আঁকা একটি ছবিও উপহার দেয় রশ্মির জন্য।
সন্তানেরা যেন নিজেদের উঁচু-নিচু শ্রেণিবিন্যাস থেকে মুক্ত রেখে সব মানুষকে সমানভাবে দেখতে পারে, সবাইকে আপন করে নিতে পারে—সেই শিক্ষা দিতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান অপি করিম। তিনি বলেন, ‘সাধারণত আমরা জন্মদিন পালন করি বিভিন্ন পার্টি সেন্টারে। এসব বাচ্চারা সে রকম উৎসব কখনো দেখে না। এতে আমাদের সন্তানদের মধ্যেও ওই ধরনের একটা আভিজাত্যপূর্ণ মনোভাব সব সময় কাজ করে। ফলে তারা নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভাবতে পারে না। ছোটবেলা থেকেই যদি ওদের মধ্যে ভাবনাটা আমরা দিয়ে দিতে পারি, তাহলে ধনী-গরিবের যে উঁচু-নিচু শ্রেণি বিভেদ সমাজে আছে, সেটা দূর হবে বলেই আমার বিশ্বাস।’
শুরু থেকেই স্কুলটির সঙ্গে যুক্ত এই তারকা দম্পতি। আর সন্তানের জন্মদিনটি এভাবে কাটানোকে উদাহরণ হিসেবে দেখছেন তাঁরা। ফাউন্ডেশন জানায়, ‘আমরা বলতে চাই, অনেকেই নানা ধরনের সহযোগিতা করেন শিশুদের। তবে এনামুল করিম নির্ঝর ও অপি করিমের এমন উদ্যোগ ও সম্পৃক্ততা আমাদের কাজকে বেগবান করেছে। আমরা চাই সমাজের আইকনেরা এভাবে আমাদের পাশে দাঁড়াক। অন্য কেউ এভাবে এগিয়ে এলে আমরা সানন্দে সব আয়োজন করব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন কাজ করছে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে। ২০১১ সাল থেকে তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম যেমন, পথ শিশুদের শিক্ষাদান, পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর সচেতনতামূলক কর্মসূচি, বইমেলায় হুইলচেয়ার সেবা, ১০ টাকায় কাপড় বিতরণ, ১০ টাকায় ইফতার বিতরণসহ বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ করে আসছে। সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান সুইচ বিদ্যানিকেতন।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
২ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগে