Ajker Patrika

ছোট পর্দায় ফিরছেন নির্মাতা মাহমুদ দিদার

এই প্রজন্মের গল্প নিয়ে টেলিফিল্ম ‘তোমাকে ভালোবাসার পর’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটক বানিয়েই জনপ্রিয়তা পেয়েছেন নির্মাতা মাহমুদ দিদার। নির্মাণ করেছেন ‘বিউটি সার্কাস’ নামের সিনেমা। ২০২২ সালে মুক্তি পেয়েছিল সরকারি অনুদানের সিনেমাটি। সিনেমার কাজে ব্যস্ত থাকায় নাটক থেকে দূরে ছিলেন অনেক দিন। আবারও তিনি ফিরছেন টেলিভিশনে। সম্প্রতি মাহমুদ দিদার নির্মাণ করেছেন ‘তোমাকে ভালোবাসার পর’ নামের টেলিফিল্ম।

গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের ছেলে সফল অদ্ভুত এক জীবন যাপন করছে। কোনো ফোন ব্যবহার করে না সে। আর সে জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায়ই র‍্যাগিংয়ের শিকার হতে হয় তাকে। সফলের এই আচরণকে অবান্তর বলে মনে করে রাফা। রাফা টমবয় টাইপ মেয়ে। বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ে মেতে থাকে সব সময়। ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়ে রাফা। ঘটনাক্রমে তার জীবনে জড়িয়ে যায় সফল। একদিন নিখোঁজ হয়ে যায় রাফা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও পায় না তাকে। একপর্যায়ে তারা সন্দেহ করে রাফাকে অপহরণ করেছে সফল। রাফার খোঁজে নামে পুলিশ। এভাবেই এগিয়ে যায় গল্প।

টেলিফিল্মটি নিয়ে মাহমুদ দিদার বলেন, ‘এই প্রজন্মের গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিফিল্মটি। অন্যতম চরিত্র সফল তার জীবনকে নিজের মতো করে সাজাতে চায়। কোনো ফোন ব্যবহার করে না। অন্যকে বড় করে দেখতে পছন্দ করে। এমন একটা চরিত্র নতুন প্রজন্মকে ভাবাবে বলে আমার বিশ্বাস।’

মাহমুদ দিদারের ছোটগল্প ‘অল্টারনেটিভ’ অবলম্বনে নির্মিত হচ্ছে টেলিফিল্মটি। চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজে। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দুই তরুণ মুখ সফল খান ও রিয়া। আরও আছেন রোজী সিদ্দিকী, তুহিন রহমান, খন্দকার হিমেল প্রমুখ। ২৯ নভেম্বর চ্যানেল আইয়ে প্রচারিত হবে টেলিফিল্ম তোমাকে ভালোবাসার পর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত