অভিনেতা চঞ্চল চৌধুরীর একমাত্র ছেলের নাম শুদ্ধ। বয়স ১২ বছর চলছে। পড়ে ক্লাস সিক্সে। বাবা চঞ্চল অভিনয়, গান দুটোই করেন। তবে ছোটবেলা থেকে গানের প্রতিই শুদ্ধর আকর্ষণ ছিল বেশি। বেশ আগে ইউটিউবে ছেলের গাওয়া কয়েকটি গান প্রকাশ করেছিলেন চঞ্চল চৌধুরী। সেগুলোর প্রশংসা করেছেন অনেকেই।
চঞ্চলপুত্র শুদ্ধ এবার অভিনয়েও এল। বৃন্দাবন দাসের লেখা ‘সুশীল ফেমেলি’ নাটকে অভিনয় দিয়ে শুরু হলো শুদ্ধর অভিনয়জীবন। বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ব্যাপারটা আহামরি কিছু না। নাটকের শুটিং দেখতে পুবাইলে গিয়েছিল। সাথে ওর মা-ও ছিল। ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট একটা সিকোয়েন্সে অভিনয় করেছে।’
পরিকল্পনা করে শুদ্ধর অভিনয় শুরু না হলেও অভিনয়ের প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ আছে বলে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে। তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে।’
‘সুশীল ফেমেলি’ নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ঈদে গাজী টিভিতে প্রচারিত হবে নাটকটি।
চঞ্চল চৌধুরী সম্পর্কিত পড়ুন:
অভিনেতা চঞ্চল চৌধুরীর একমাত্র ছেলের নাম শুদ্ধ। বয়স ১২ বছর চলছে। পড়ে ক্লাস সিক্সে। বাবা চঞ্চল অভিনয়, গান দুটোই করেন। তবে ছোটবেলা থেকে গানের প্রতিই শুদ্ধর আকর্ষণ ছিল বেশি। বেশ আগে ইউটিউবে ছেলের গাওয়া কয়েকটি গান প্রকাশ করেছিলেন চঞ্চল চৌধুরী। সেগুলোর প্রশংসা করেছেন অনেকেই।
চঞ্চলপুত্র শুদ্ধ এবার অভিনয়েও এল। বৃন্দাবন দাসের লেখা ‘সুশীল ফেমেলি’ নাটকে অভিনয় দিয়ে শুরু হলো শুদ্ধর অভিনয়জীবন। বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ব্যাপারটা আহামরি কিছু না। নাটকের শুটিং দেখতে পুবাইলে গিয়েছিল। সাথে ওর মা-ও ছিল। ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট একটা সিকোয়েন্সে অভিনয় করেছে।’
পরিকল্পনা করে শুদ্ধর অভিনয় শুরু না হলেও অভিনয়ের প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ আছে বলে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে। তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে।’
‘সুশীল ফেমেলি’ নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ঈদে গাজী টিভিতে প্রচারিত হবে নাটকটি।
চঞ্চল চৌধুরী সম্পর্কিত পড়ুন:
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে