অভিনেতা চঞ্চল চৌধুরীর একমাত্র ছেলের নাম শুদ্ধ। বয়স ১২ বছর চলছে। পড়ে ক্লাস সিক্সে। বাবা চঞ্চল অভিনয়, গান দুটোই করেন। তবে ছোটবেলা থেকে গানের প্রতিই শুদ্ধর আকর্ষণ ছিল বেশি। বেশ আগে ইউটিউবে ছেলের গাওয়া কয়েকটি গান প্রকাশ করেছিলেন চঞ্চল চৌধুরী। সেগুলোর প্রশংসা করেছেন অনেকেই।
চঞ্চলপুত্র শুদ্ধ এবার অভিনয়েও এল। বৃন্দাবন দাসের লেখা ‘সুশীল ফেমেলি’ নাটকে অভিনয় দিয়ে শুরু হলো শুদ্ধর অভিনয়জীবন। বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ব্যাপারটা আহামরি কিছু না। নাটকের শুটিং দেখতে পুবাইলে গিয়েছিল। সাথে ওর মা-ও ছিল। ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট একটা সিকোয়েন্সে অভিনয় করেছে।’
পরিকল্পনা করে শুদ্ধর অভিনয় শুরু না হলেও অভিনয়ের প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ আছে বলে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে। তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে।’
‘সুশীল ফেমেলি’ নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ঈদে গাজী টিভিতে প্রচারিত হবে নাটকটি।
চঞ্চল চৌধুরী সম্পর্কিত পড়ুন:
অভিনেতা চঞ্চল চৌধুরীর একমাত্র ছেলের নাম শুদ্ধ। বয়স ১২ বছর চলছে। পড়ে ক্লাস সিক্সে। বাবা চঞ্চল অভিনয়, গান দুটোই করেন। তবে ছোটবেলা থেকে গানের প্রতিই শুদ্ধর আকর্ষণ ছিল বেশি। বেশ আগে ইউটিউবে ছেলের গাওয়া কয়েকটি গান প্রকাশ করেছিলেন চঞ্চল চৌধুরী। সেগুলোর প্রশংসা করেছেন অনেকেই।
চঞ্চলপুত্র শুদ্ধ এবার অভিনয়েও এল। বৃন্দাবন দাসের লেখা ‘সুশীল ফেমেলি’ নাটকে অভিনয় দিয়ে শুরু হলো শুদ্ধর অভিনয়জীবন। বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ব্যাপারটা আহামরি কিছু না। নাটকের শুটিং দেখতে পুবাইলে গিয়েছিল। সাথে ওর মা-ও ছিল। ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট একটা সিকোয়েন্সে অভিনয় করেছে।’
পরিকল্পনা করে শুদ্ধর অভিনয় শুরু না হলেও অভিনয়ের প্রতি তাঁর যথেষ্ট আগ্রহ আছে বলে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে। তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মত ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে।’
‘সুশীল ফেমেলি’ নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। ঈদে গাজী টিভিতে প্রচারিত হবে নাটকটি।
চঞ্চল চৌধুরী সম্পর্কিত পড়ুন:
নব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
৪ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
৪ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
৫ ঘণ্টা আগে