বিনোদন প্রতিবেদক
ঢাকা: এই ঈদে তৌসিফ মাহবুব অভিনীত পঞ্চাশের অধিক নাটক প্রচার হবে। কোনো এক উৎসবে একজন অভিনয়শিল্পীর সর্বোচ্চ নাটক আসার রেকর্ড বলা যায়। এটা নিয়ে তাঁর ভক্তদের মাঝে যেমন উচ্ছ্বাস দেখা গেছে তেমনি অনেকে এটা নিয়ে ট্রল করেছে। শতভাগ কাজ কখনো ভালো হবে না কারো তবে তাঁর ভক্তরা বিশ্বাস করে যে বেশ কিছু ভালো কাজ তারা পাবে। আর এটা বিশ্বাস করার কারণ হচ্ছে এবছর তার অভিনীত কাজ গুলোর মধ্যে বেশির ভাগ কাজই আলোচনায় ছিলো। এই পঞ্চাশটি নাটক প্রায় ৪০জন পরিচালকের পরিচালনায় অভিনয় করেছেন। তাঁর বিপরীতে আছেন ৮জন অভিনেত্রী।
তৌসিফের উল্লেখযোগ্য নাটকগুলো হলো- চিরকাল, নাবিক, ৩০০ টাকার প্রেম ১০০ টাকা, হ্যালো লেডিস, রকিং রিংকু, হারানো দিনের গান, রিভার্স, আওয়াজ, ১০ লাখ মারবেল, উইল ইউ ম্যারি মি, বিপরীতে তুমি আমি, ফরেন বাবুর্চি, ল্যাম্পপোস্ট, একটি অস্থির প্রেম, নাবিক, হ্যালো লেডিস, রিভার্স, রকিং রিংকু, আওয়াজ, ঢাকাইয়া খানদান, হারানো দিনের গান, চান্স, পেইন গেস্ট, ফরেন বাবুর্চি, তেরেকেটে সারেগামা, উই আর ওয়েটার, কেমন আছেন দুলাভাই, যে ছিলো আমার, ম্যারাডোনার ছেলে, একদানে বড় লোক, লাভ ম্যাজিক, মিচকা শয়তান, ইয়েস নো ভেরী গুড, হাওয়াই মিঠাই, টু ইন ওয়ান, পরিণয়, মনের মতো বাগান, অকাজের কাজী, বাবা পুলিশ ছেলে ফুলিশ, বেবি গার্ল, উরাধুরা ভালোবাসা, সাত সতেরো, পাঁচ ভাই চম্পা, ট্রুথ অর ডেয়ার, তুমি শুধু আমার, বিপরীতে তুমি আমি, আমি খুব বিরক্ত, লাইফ গেম, পিছলা, পা।
অন্যদিকে তৌসিফ মাহবুব- সাফা কবির জুটির নাটক আসছে ২২টি। এছাড়া সাফা কবির অভিনয় জোভানের সঙ্গে জুটি হয়েও একাধিক নাটকে অভিনয় করেছেন। সব মিলিয়ে সাফা কবিরের প্রায় ৩০টি নাটক ঈদে প্রচার হবে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বলা যায়- চিরকাল, নাবিক, আধাঁরী, চরের মাস্টার ইঞ্জিনিয়ার, ঢাকাইয়া খানদান, লকডাউনে প্রেম, যে ছিল আমার, ট্রুথ এন্ড ডেয়ার।
ঢাকা: এই ঈদে তৌসিফ মাহবুব অভিনীত পঞ্চাশের অধিক নাটক প্রচার হবে। কোনো এক উৎসবে একজন অভিনয়শিল্পীর সর্বোচ্চ নাটক আসার রেকর্ড বলা যায়। এটা নিয়ে তাঁর ভক্তদের মাঝে যেমন উচ্ছ্বাস দেখা গেছে তেমনি অনেকে এটা নিয়ে ট্রল করেছে। শতভাগ কাজ কখনো ভালো হবে না কারো তবে তাঁর ভক্তরা বিশ্বাস করে যে বেশ কিছু ভালো কাজ তারা পাবে। আর এটা বিশ্বাস করার কারণ হচ্ছে এবছর তার অভিনীত কাজ গুলোর মধ্যে বেশির ভাগ কাজই আলোচনায় ছিলো। এই পঞ্চাশটি নাটক প্রায় ৪০জন পরিচালকের পরিচালনায় অভিনয় করেছেন। তাঁর বিপরীতে আছেন ৮জন অভিনেত্রী।
তৌসিফের উল্লেখযোগ্য নাটকগুলো হলো- চিরকাল, নাবিক, ৩০০ টাকার প্রেম ১০০ টাকা, হ্যালো লেডিস, রকিং রিংকু, হারানো দিনের গান, রিভার্স, আওয়াজ, ১০ লাখ মারবেল, উইল ইউ ম্যারি মি, বিপরীতে তুমি আমি, ফরেন বাবুর্চি, ল্যাম্পপোস্ট, একটি অস্থির প্রেম, নাবিক, হ্যালো লেডিস, রিভার্স, রকিং রিংকু, আওয়াজ, ঢাকাইয়া খানদান, হারানো দিনের গান, চান্স, পেইন গেস্ট, ফরেন বাবুর্চি, তেরেকেটে সারেগামা, উই আর ওয়েটার, কেমন আছেন দুলাভাই, যে ছিলো আমার, ম্যারাডোনার ছেলে, একদানে বড় লোক, লাভ ম্যাজিক, মিচকা শয়তান, ইয়েস নো ভেরী গুড, হাওয়াই মিঠাই, টু ইন ওয়ান, পরিণয়, মনের মতো বাগান, অকাজের কাজী, বাবা পুলিশ ছেলে ফুলিশ, বেবি গার্ল, উরাধুরা ভালোবাসা, সাত সতেরো, পাঁচ ভাই চম্পা, ট্রুথ অর ডেয়ার, তুমি শুধু আমার, বিপরীতে তুমি আমি, আমি খুব বিরক্ত, লাইফ গেম, পিছলা, পা।
অন্যদিকে তৌসিফ মাহবুব- সাফা কবির জুটির নাটক আসছে ২২টি। এছাড়া সাফা কবির অভিনয় জোভানের সঙ্গে জুটি হয়েও একাধিক নাটকে অভিনয় করেছেন। সব মিলিয়ে সাফা কবিরের প্রায় ৩০টি নাটক ঈদে প্রচার হবে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে বলা যায়- চিরকাল, নাবিক, আধাঁরী, চরের মাস্টার ইঞ্জিনিয়ার, ঢাকাইয়া খানদান, লকডাউনে প্রেম, যে ছিল আমার, ট্রুথ এন্ড ডেয়ার।
তিনি আগে কখনোই ঢাকায় আসেননি। বান্দরবানে যেখানে ওনার বাড়ি সেখান থেকে বান্দরবান শহরে আসতেও প্রায় এক দিন লাগে। ওনার বয়স ৬০-এর বেশি। তাঁকে ঢাকায় নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে। তিনিও প্রথম ঢাকায় এলেন। মণিপুরি ঢোলের পুং গ্রুপটার খবর দিয়েছে আমার স্ত্রী।
২ ঘণ্টা আগেঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির
৩ ঘণ্টা আগেপারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দেয়াল’। শফিক রিয়ানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ। আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা একেবারেই আমাদের চার
৩ ঘণ্টা আগেতিন বছর পর ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে। এতে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা।
১৪ ঘণ্টা আগে