বিগত বছরগুলোতে ঈদের নাটকে তাঁদেরই ছিল রাজত্ব। প্রতি ঈদে কমপক্ষে ৩০-৪০টি নাটকে অভিনয় করেছেন প্রত্যেকে। তবে এবার বেশ আগেভাগেই তাঁরা নাটকের শুটিং বন্ধ করে দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই কমে এসেছে ঈদ আয়োজনে তাঁদের কাজের সংখ্যা।
মোশাররফ করিম
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্লাটফর্মে প্রচারিত হবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত নাটক, টেলিফিল্ম এবং ওয়েব ফিল্ম। এই ১৫ টি কাজের মধ্যে পরিচালক আছেন ১০ জন এবং তার বিপরীতে অভিনেত্রী আছেন ১২ জন। ওয়েব ফিল্ম ‘অমানুষ’ বাদে সবগুলো নাটক ও টেলিফিল্মে প্রচার হবে টেলিভিশনে।
জমজ ১৪, হীরার আংটি, কঙ্কাল চোর, সীমার, রাত গভীর হয়, কাল্লু সুইপার, গরম ভাতের গন্ধ, বিজ্ঞাপন, সাদা মানুষ, না বলা কথা, শেষটা অন্যরকম ছিল, যেকোনো প্রয়োজনে কল করুন, হাবিবুল ও একটি ভয়ঙ্কর প্রেম, মিলব্যারাক কল্যান সমিতি, তালমিছরি না হাওয়াই মিঠাই। চঞ্চল চৌধুরী
করোনার প্রকোপ বেড়ে গেলে শুটিংয়ে ফেরেননি এই অভিনেতা। তারপরও তার টেলিভিশনে বেশ কয়েকটি নাটক প্রচার হবে।
এর মধ্যে রয়েছে- ডার্ক রুম, আমরা যাবো কবে, বায়ুচড়া, খচাই, হঠাৎ বাদশা, কাঁটা হেরি ক্ষান্ত কেন, পিলিয়ার।
আফরান নিশো
ঈদে আফরান নিশো অভিনীত সম্ভবত নাটক আসছে মোট ৭ টি। নিশোর বিপরীতে ২ টি নাটকে আছেন তানজিন তিশা ৫ টিতে আছেন মেহজাবীন।
নাটকগুলো হলো- আবারো ভালবাসার সাধ জাগে, তাকে ভালবাসা বলে, নীলজলের কাব্য, দ্বিতীয় সূচনা, রাজা, মেরুন, নামকরন
জিয়াউল ফারুক অপূর্ব
তেরো বছর পর তিশার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন। তবে সাবিলা নূরের সঙ্গে বেশি দেখা যাবে অপূর্বকে। এই জুটিকে একসঙ্গে ৬টি নাটকে দেখা যাবে। এছাড়া অভিনয় করেছেন মেহজাবীন, তাসনিসয়া ফারিণদের সঙ্গেও।
নাটকগুলো হলো- রক্ত,প্রানের মানুষ আছে প্রানে, ভাগ্যক্রমে, সে বউয়ের টাকায় চলে, সাংবাদিক, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, কতিপয় স্বল্পমেয়াদী প্রেম, পাশের বাসার ছেলেটা, নগর জোনাকী, রক রবীন্দ্র,তেজপাতা।
তাহসান খান
ঈদের আগে শুটিংয়ে অংশ নেননি তাহসানও। ঈদের জন্য গত এক বছর ধরে জমে থাকা বেশ কয়েকটি নাটক ঈদে প্রচার হবে। রোমান্টিক ইমেজ ভেঙ্গে নানা রুপে দেখা যাবে তাহসানকে। তাহসান অভিনীত নাটকগুলো হলো- এ পৃথিবী আমাদের, এন্টি হিরো, মায়া, শেষের খুব কাছে, একটুখানি, ক্রেডিট শো, কম খরচে ভালবাসা।
নুসরাত ইমরোজ তিশা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকায় আসছে ঈদে প্রচারের জন্য খুব বেশি নাটক ও টেলিছবিতে অভিনয় করতে পারেননি। তারপরও তিশাকে দেখা যাবে প্রায় ছয়টি নাটক ও টেলিছবিতে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘রাত গভীর হয়’, ‘ইঁদুর বিড়াল’,‘সে বৌয়ের টাকায় চলে’,‘রক রবীন্দ্র’। মেহজাবিন চৌধুরী
বরাবরের মতো এবারও বেশ কয়েবটি নাটকে দেখা যাবে মডেল অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। এনটিভি, বাংলাভিশন, আরটিভি, চ্যানেল আই, এটিএন বাংলাসহ সব চ্যানেলেই দেখা যাবে তাকে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘রক্তের ঋণ’, ‘তাকে ভালোবাসা বলে’, ‘ভাই এক প্রেমিক মাস্তান’, ‘ক্রেডিট শো’, ‘স্পর্শে’।তানজিন তিশা
এই ঈদে তানজিন তিশাকে জুটিবদ্ধ হয়ে দেখা যাবে মোশাররফ করিম, আফরান নিশো, তাহসান খান, ফারহান আহমেদ জোভান এবং ইরফান সাজ্জাদের সঙ্গে। তারমধ্যে সর্বোচ্চ কাজ আসবে জোভানের সাথে ৬টি, তাছাড়া ভালোবাসা দিবসে টিভিতে প্রচার হওয়া এই জুটির আরো কয়েকটা কাজ ইউটিউবে আসবে। এর বাহিরে তাহসান খানের সাথে ৪, আফরান নিশোর সাথে ৩টি, মোশাররফ করিমের সাথে ২টি, ইরফান সাজ্জাদের সাথে ২টি। তাছাড়া ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘শেফালির প্রেমিকেরা’ এর মধ্যে দেখা যাবে মারজুক রাসেল,রুমেল ও মুকতি জাকারিয়া'র সাথে। কমবেশ সবার সাথেই জুটি বেঁধে কাজ করেছে। জুটিতে বৈচিত্র্যতা লক্ষনীয়।
ফারহান আহমেদ জোভান
এ সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা জোভান। প্রথম সারির নির্মাতা ও অভিনেত্রীদের সঙ্গে কাজের সুযোগ মেলে তাঁর। সেক্ষেত্রে একাধিক আলোচিত নাটক আছে এই সময়ে।
জোভানের এই ঈদে উল্লেখযোগ্য নাটক- দি ব্রেকআপ লিস্ট, আফটার দি ওয়েডিং, গ্রাজুয়েট হকার, নতুন গল্পের প্লট, পিলু প্রবলেম, মাতাল হাওয়া, গার্লফ্রেন্ড যখন ভাবি, অতঃপর, আফ্রিকান ওয়াইফ, তুমি কি আমারী, বালক বালিকা, আধারী, লকডাউন প্রেম, সন্ধ্যা নামতে দেরি, থানা থেকে আসছি, দৌড়ের ওপরে ঔষধ নাই, জিরো, আই সি ইউ, আওয়ার্ড, লাড্ডু সোনা, ব্রাদার্স & সিস্টার্স, রুপার জাদু, লাভার্স, অবেশন।
বিগত বছরগুলোতে ঈদের নাটকে তাঁদেরই ছিল রাজত্ব। প্রতি ঈদে কমপক্ষে ৩০-৪০টি নাটকে অভিনয় করেছেন প্রত্যেকে। তবে এবার বেশ আগেভাগেই তাঁরা নাটকের শুটিং বন্ধ করে দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই কমে এসেছে ঈদ আয়োজনে তাঁদের কাজের সংখ্যা।
মোশাররফ করিম
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্লাটফর্মে প্রচারিত হবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত নাটক, টেলিফিল্ম এবং ওয়েব ফিল্ম। এই ১৫ টি কাজের মধ্যে পরিচালক আছেন ১০ জন এবং তার বিপরীতে অভিনেত্রী আছেন ১২ জন। ওয়েব ফিল্ম ‘অমানুষ’ বাদে সবগুলো নাটক ও টেলিফিল্মে প্রচার হবে টেলিভিশনে।
জমজ ১৪, হীরার আংটি, কঙ্কাল চোর, সীমার, রাত গভীর হয়, কাল্লু সুইপার, গরম ভাতের গন্ধ, বিজ্ঞাপন, সাদা মানুষ, না বলা কথা, শেষটা অন্যরকম ছিল, যেকোনো প্রয়োজনে কল করুন, হাবিবুল ও একটি ভয়ঙ্কর প্রেম, মিলব্যারাক কল্যান সমিতি, তালমিছরি না হাওয়াই মিঠাই। চঞ্চল চৌধুরী
করোনার প্রকোপ বেড়ে গেলে শুটিংয়ে ফেরেননি এই অভিনেতা। তারপরও তার টেলিভিশনে বেশ কয়েকটি নাটক প্রচার হবে।
এর মধ্যে রয়েছে- ডার্ক রুম, আমরা যাবো কবে, বায়ুচড়া, খচাই, হঠাৎ বাদশা, কাঁটা হেরি ক্ষান্ত কেন, পিলিয়ার।
আফরান নিশো
ঈদে আফরান নিশো অভিনীত সম্ভবত নাটক আসছে মোট ৭ টি। নিশোর বিপরীতে ২ টি নাটকে আছেন তানজিন তিশা ৫ টিতে আছেন মেহজাবীন।
নাটকগুলো হলো- আবারো ভালবাসার সাধ জাগে, তাকে ভালবাসা বলে, নীলজলের কাব্য, দ্বিতীয় সূচনা, রাজা, মেরুন, নামকরন
জিয়াউল ফারুক অপূর্ব
তেরো বছর পর তিশার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন। তবে সাবিলা নূরের সঙ্গে বেশি দেখা যাবে অপূর্বকে। এই জুটিকে একসঙ্গে ৬টি নাটকে দেখা যাবে। এছাড়া অভিনয় করেছেন মেহজাবীন, তাসনিসয়া ফারিণদের সঙ্গেও।
নাটকগুলো হলো- রক্ত,প্রানের মানুষ আছে প্রানে, ভাগ্যক্রমে, সে বউয়ের টাকায় চলে, সাংবাদিক, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, কতিপয় স্বল্পমেয়াদী প্রেম, পাশের বাসার ছেলেটা, নগর জোনাকী, রক রবীন্দ্র,তেজপাতা।
তাহসান খান
ঈদের আগে শুটিংয়ে অংশ নেননি তাহসানও। ঈদের জন্য গত এক বছর ধরে জমে থাকা বেশ কয়েকটি নাটক ঈদে প্রচার হবে। রোমান্টিক ইমেজ ভেঙ্গে নানা রুপে দেখা যাবে তাহসানকে। তাহসান অভিনীত নাটকগুলো হলো- এ পৃথিবী আমাদের, এন্টি হিরো, মায়া, শেষের খুব কাছে, একটুখানি, ক্রেডিট শো, কম খরচে ভালবাসা।
নুসরাত ইমরোজ তিশা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকায় আসছে ঈদে প্রচারের জন্য খুব বেশি নাটক ও টেলিছবিতে অভিনয় করতে পারেননি। তারপরও তিশাকে দেখা যাবে প্রায় ছয়টি নাটক ও টেলিছবিতে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘রাত গভীর হয়’, ‘ইঁদুর বিড়াল’,‘সে বৌয়ের টাকায় চলে’,‘রক রবীন্দ্র’। মেহজাবিন চৌধুরী
বরাবরের মতো এবারও বেশ কয়েবটি নাটকে দেখা যাবে মডেল অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। এনটিভি, বাংলাভিশন, আরটিভি, চ্যানেল আই, এটিএন বাংলাসহ সব চ্যানেলেই দেখা যাবে তাকে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘রক্তের ঋণ’, ‘তাকে ভালোবাসা বলে’, ‘ভাই এক প্রেমিক মাস্তান’, ‘ক্রেডিট শো’, ‘স্পর্শে’।তানজিন তিশা
এই ঈদে তানজিন তিশাকে জুটিবদ্ধ হয়ে দেখা যাবে মোশাররফ করিম, আফরান নিশো, তাহসান খান, ফারহান আহমেদ জোভান এবং ইরফান সাজ্জাদের সঙ্গে। তারমধ্যে সর্বোচ্চ কাজ আসবে জোভানের সাথে ৬টি, তাছাড়া ভালোবাসা দিবসে টিভিতে প্রচার হওয়া এই জুটির আরো কয়েকটা কাজ ইউটিউবে আসবে। এর বাহিরে তাহসান খানের সাথে ৪, আফরান নিশোর সাথে ৩টি, মোশাররফ করিমের সাথে ২টি, ইরফান সাজ্জাদের সাথে ২টি। তাছাড়া ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘শেফালির প্রেমিকেরা’ এর মধ্যে দেখা যাবে মারজুক রাসেল,রুমেল ও মুকতি জাকারিয়া'র সাথে। কমবেশ সবার সাথেই জুটি বেঁধে কাজ করেছে। জুটিতে বৈচিত্র্যতা লক্ষনীয়।
ফারহান আহমেদ জোভান
এ সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা জোভান। প্রথম সারির নির্মাতা ও অভিনেত্রীদের সঙ্গে কাজের সুযোগ মেলে তাঁর। সেক্ষেত্রে একাধিক আলোচিত নাটক আছে এই সময়ে।
জোভানের এই ঈদে উল্লেখযোগ্য নাটক- দি ব্রেকআপ লিস্ট, আফটার দি ওয়েডিং, গ্রাজুয়েট হকার, নতুন গল্পের প্লট, পিলু প্রবলেম, মাতাল হাওয়া, গার্লফ্রেন্ড যখন ভাবি, অতঃপর, আফ্রিকান ওয়াইফ, তুমি কি আমারী, বালক বালিকা, আধারী, লকডাউন প্রেম, সন্ধ্যা নামতে দেরি, থানা থেকে আসছি, দৌড়ের ওপরে ঔষধ নাই, জিরো, আই সি ইউ, আওয়ার্ড, লাড্ডু সোনা, ব্রাদার্স & সিস্টার্স, রুপার জাদু, লাভার্স, অবেশন।
তিনি আগে কখনোই ঢাকায় আসেননি। বান্দরবানে যেখানে ওনার বাড়ি সেখান থেকে বান্দরবান শহরে আসতেও প্রায় এক দিন লাগে। ওনার বয়স ৬০-এর বেশি। তাঁকে ঢাকায় নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে। তিনিও প্রথম ঢাকায় এলেন। মণিপুরি ঢোলের পুং গ্রুপটার খবর দিয়েছে আমার স্ত্রী।
২ ঘণ্টা আগেঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির
৩ ঘণ্টা আগেপারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দেয়াল’। শফিক রিয়ানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ। আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা একেবারেই আমাদের চার
৩ ঘণ্টা আগেতিন বছর পর ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে। এতে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা।
১৪ ঘণ্টা আগে