রোমান্টিক গল্পের নাটক নির্মাণে সুনাম কুড়িয়েছেন মিজানুর রহমান আরিয়ান। বানিয়েছেন ‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’, ‘ব্যাচ ২৭’-এর মতো জনপ্রিয় নাটক। ওটিটিতে ব্যস্ত হওয়ায় নাটক নির্মাণে সময় দিতে পারছেন না তিনি। এমনকি বছরের দুই ঈদেও ছিল না আরিয়ানের নাটক। সর্বশেষ গত বছর নাটক নির্মাণ করেছিলেন তিনি। বিরতি কাটিয়ে আবারও নাটক নির্মাণ করছেন আরিয়ান। ফিরছেন তাঁর চেনা জনরার ভালোবাসার গল্প নিয়েই। নাম ‘সে বসে একা’। ত্রিভুজ প্রেমের গল্পে দেখা যাবে নতুন প্রজন্মের তিন অভিনয়শিল্পী ইয়াশ রোহান, খায়রুল বাশার ও তানজিম সাইয়ারা তটিনীকে। ইয়াশ ও খায়রুল বাশারকে আরিয়ানের পরিচালনায় দেখা গেলেও প্রথমবারের মতো কাজ করছেন তটিনী।
নতুন নাটক নিয়ে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘বছরে দুটি সিনেমা নির্মাণ করছি। সামনেও এ পরিকল্পনা ধরে রেখেই এগোনোর চেষ্টা করব। একটা সিনেমা বানাতে ছয় মাস লেগে যায়। তাই নাটক বানানোর সুযোগ হচ্ছিল না। অথচ নাটকেও আমার বিশাল দর্শক আছে যারা আমার কাজ দেখতে চায়। তাই সিদ্ধান্ত নিয়েছি, দুটি সিনেমা নির্মাণের মাঝে বছরে দুটি নাটকও বানাব। এ বছরের প্রথম নাটকটি সে বসে একা। প্রেমের গল্পের এই নাটকে দুটি গান থাকছে। আশা করি দর্শক আমার কাছ থেকে যেমন নাটক দেখতে চায়, তেমন নাটক উপহার দিতে পারব।’
নির্মাতা জানালেন নাটকটি প্রথমে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। এরপর প্রকাশ পাবে ইউটিউব চ্যানেলে।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে আরিয়ানের ওয়েব সিনেমা ‘পুনর্মিলনে’ ও ‘ফ্লাইট ২২৭’। কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পুনর্মিলনে’। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে মুক্তি পাবে ফ্লাইট ২২৭। নির্মাতা জানিয়েছেন, এ সিনেমার বিষয়বস্তু জার্নি, সম্পর্ক ও ট্র্যাজেডি! তবে কারা অভিনয় করছেন তা জানাননি।
রোমান্টিক গল্পের নাটক নির্মাণে সুনাম কুড়িয়েছেন মিজানুর রহমান আরিয়ান। বানিয়েছেন ‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’, ‘ব্যাচ ২৭’-এর মতো জনপ্রিয় নাটক। ওটিটিতে ব্যস্ত হওয়ায় নাটক নির্মাণে সময় দিতে পারছেন না তিনি। এমনকি বছরের দুই ঈদেও ছিল না আরিয়ানের নাটক। সর্বশেষ গত বছর নাটক নির্মাণ করেছিলেন তিনি। বিরতি কাটিয়ে আবারও নাটক নির্মাণ করছেন আরিয়ান। ফিরছেন তাঁর চেনা জনরার ভালোবাসার গল্প নিয়েই। নাম ‘সে বসে একা’। ত্রিভুজ প্রেমের গল্পে দেখা যাবে নতুন প্রজন্মের তিন অভিনয়শিল্পী ইয়াশ রোহান, খায়রুল বাশার ও তানজিম সাইয়ারা তটিনীকে। ইয়াশ ও খায়রুল বাশারকে আরিয়ানের পরিচালনায় দেখা গেলেও প্রথমবারের মতো কাজ করছেন তটিনী।
নতুন নাটক নিয়ে নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘বছরে দুটি সিনেমা নির্মাণ করছি। সামনেও এ পরিকল্পনা ধরে রেখেই এগোনোর চেষ্টা করব। একটা সিনেমা বানাতে ছয় মাস লেগে যায়। তাই নাটক বানানোর সুযোগ হচ্ছিল না। অথচ নাটকেও আমার বিশাল দর্শক আছে যারা আমার কাজ দেখতে চায়। তাই সিদ্ধান্ত নিয়েছি, দুটি সিনেমা নির্মাণের মাঝে বছরে দুটি নাটকও বানাব। এ বছরের প্রথম নাটকটি সে বসে একা। প্রেমের গল্পের এই নাটকে দুটি গান থাকছে। আশা করি দর্শক আমার কাছ থেকে যেমন নাটক দেখতে চায়, তেমন নাটক উপহার দিতে পারব।’
নির্মাতা জানালেন নাটকটি প্রথমে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। এরপর প্রকাশ পাবে ইউটিউব চ্যানেলে।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে আরিয়ানের ওয়েব সিনেমা ‘পুনর্মিলনে’ ও ‘ফ্লাইট ২২৭’। কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পুনর্মিলনে’। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে মুক্তি পাবে ফ্লাইট ২২৭। নির্মাতা জানিয়েছেন, এ সিনেমার বিষয়বস্তু জার্নি, সম্পর্ক ও ট্র্যাজেডি! তবে কারা অভিনয় করছেন তা জানাননি।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৭ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১১ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২১ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১ দিন আগে