অনলাইন ডেস্ক
দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই মাস ধরে মাত্র চার থেকে পাঁচ দিন কাজ করছেন, তাহলে কীভাবে নিজেকে অভিনয়শিল্পী ভাববেন?
মৌ শিখা গতকাল তাঁর ফেসবুক প্রোফাইল দেওয়া একটি পোস্টে উল্লেখ করেছেন, ‘এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে।’ তিনি বলেছেন, অভিনয় করেই তার সংসার চলে এবং হঠাৎ করে কাজ কমে যাওয়ায় তার জীবন ধারণে সমস্যা হচ্ছে।
নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে এই অভিনেত্রী লিখেছেন, ‘তবে আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে হয়তো বলবে আহারে মহিলা তো কত ভালো ছিল কত সহজ সরল ছিল কারও সাতপাঁচে ছিল না কারও সামনে পেছনে ছিল না আহারে মহিলাটার আত্মার শান্তি পাক কিন্তু তাতে কি লাভ হবে আমার বেঁচে থাকতে তো দরকার আমার কাজের বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারব আমি জানি না।’
অভিনেত্রী পরিচালক ও প্রযোজকদের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, হঠাৎ করে কেন তাঁর কাজ কমে গেল, কেন তাঁকে ডাকা হচ্ছে না এবং কেন মনে করা হচ্ছে না যে তিনি তাঁদের গল্পের চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবেন। মৌ শিখা আরও জানান, ২৫ বছর যাবৎ মিডিয়ায় থাকলেও তাঁর পারিশ্রমিক খুব একটা বাড়ানো হয়নি।
সহকর্মীদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর আকুতি জানিয়ে মৌ শিখা বলেন, ‘তবে আমার অনুরোধ আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না আমাকে মনে করারও কোন দরকার নেই।’ তিনি আরও যোগ করেন, ‘আপনারা ব্যাপারটা দেখবেন আমার সহকর্মী যারা আছেন তাঁরা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন আল্লাহ সহায় আছে।’
আরও খবর পড়ুন:
দীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই মাস ধরে মাত্র চার থেকে পাঁচ দিন কাজ করছেন, তাহলে কীভাবে নিজেকে অভিনয়শিল্পী ভাববেন?
মৌ শিখা গতকাল তাঁর ফেসবুক প্রোফাইল দেওয়া একটি পোস্টে উল্লেখ করেছেন, ‘এত দিন নিজেকে অভিনেত্রী হিসেবেই জানতাম কিন্তু গত আড়াই মাস ধরে নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে।’ তিনি বলেছেন, অভিনয় করেই তার সংসার চলে এবং হঠাৎ করে কাজ কমে যাওয়ায় তার জীবন ধারণে সমস্যা হচ্ছে।
নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে এই অভিনেত্রী লিখেছেন, ‘তবে আমি জানি বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও আমার মৃত্যুর পর কিছু মানুষ হলেও আমাকে মনে রাখবে হয়তো বলবে আহারে মহিলা তো কত ভালো ছিল কত সহজ সরল ছিল কারও সাতপাঁচে ছিল না কারও সামনে পেছনে ছিল না আহারে মহিলাটার আত্মার শান্তি পাক কিন্তু তাতে কি লাভ হবে আমার বেঁচে থাকতে তো দরকার আমার কাজের বেঁচে থাকতেই দেখে যেতে চাই আমার মূল্যায়ন হচ্ছে কিন্তু সেটা কি আদৌ দেখে যেতে পারব আমি জানি না।’
অভিনেত্রী পরিচালক ও প্রযোজকদের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, হঠাৎ করে কেন তাঁর কাজ কমে গেল, কেন তাঁকে ডাকা হচ্ছে না এবং কেন মনে করা হচ্ছে না যে তিনি তাঁদের গল্পের চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবেন। মৌ শিখা আরও জানান, ২৫ বছর যাবৎ মিডিয়ায় থাকলেও তাঁর পারিশ্রমিক খুব একটা বাড়ানো হয়নি।
সহকর্মীদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর আকুতি জানিয়ে মৌ শিখা বলেন, ‘তবে আমার অনুরোধ আমি মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না আমাকে মনে করারও কোন দরকার নেই।’ তিনি আরও যোগ করেন, ‘আপনারা ব্যাপারটা দেখবেন আমার সহকর্মী যারা আছেন তাঁরা আমার ব্যাপারটা দেখে একটু সাহায্য করবেন একটা শিল্পীর জন্য হঠাৎ করে কাজ কমে যাওয়া কম কিছু না আপনারা পাশে থেকে আমাকে সাহায্য করবেন আল্লাহ সহায় আছে।’
আরও খবর পড়ুন:
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৩৩ মিনিট আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৪ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৬ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৯ ঘণ্টা আগে