Ajker Patrika

বিয়ের খবর দিলেন ফারিণ, স্বামী প্রবাসী

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১২: ৪৬
বিয়ের খবর দিলেন ফারিণ, স্বামী প্রবাসী

বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান, তিনি বিদেশে কর্মরত আছেন।

স্বামীর ব্যাপারে আর বিস্তারিত না লিখলেও সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ফারিণ লিখেছেন, ‘সাড়ে আট বছরের সম্পর্কের পর গত ১১ আগস্ট আমরা অফিশিয়ালি একত্রে হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে তাসনিয়া ফারিণ। ছবি: ফেসবুক

ক্যারিয়ারে স্বামীর সহযোগিতা ও সমর্থনে ফারিণ লিখেছেন, ‘প্রথম ক্যামেরার সামনে আসার আগে তুমি ছিলে ছায়ার মতো। আমার কাজের সঙ্গে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সর্বদা আমাকে সমর্থন জুগিয়েছো।’

বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি: ফেসবুক

প্রেমের পূর্ণতা এখনো ফারিণের কাছে স্বপ্নের মতো। ফারিণ লিখেছেন ‘আমাদের কিশোর প্রেম অবশেষে সার্থকতা পেয়েছে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না, তোমার মতো স্বামী পেয়েছি। আমার মনে হয় আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে। আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বাকি জীবন লালন করব।’

বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি: ফেসবুক থেকে অভিনেত্রী আরও জানিয়েছেন, পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের আক্দ হয়েছে। তাঁর স্বামী বর্তমানে বিদেশে কর্মরত রয়েছেন। তিনি আবার দেশে ফিরে এলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদ্‌যাপন করবেন এই জুটি।

ভক্ত অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন ফারিণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত