টিভি নাটকের অভিনেত্রী মেহরিন ইসলাম নিশা অনেকদিন পর আবার ক্যামেরার সামনে। অভিনয় করছেন ‘উল্টো পথে উল্টো রথে’ নামের একটি ধারাবাহিকে। প্রয়াত নির্মাতা ফজলুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সব শিল্পী এক হয়েছেন ধারাবাহিকটির কাজ শেষ করার জন্য।
২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন মেহরিন ইসলাম নিশা। এরপর টিভি নাটক ও বিজ্ঞাপনের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। সাত বছর টানা কাজ করে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পর অল্প অল্প করে কাজ কমিয়ে দিতে শুরু করেন। চাকরি নেন ব্যাংকে।
এরপর অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন নিশা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মেয়ে সাঈদা নামীম আহমেদের জন্মের পর আর ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি নিশার। তিনি আবারও ফিরে এলেন চেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনে। দুদিন ধরে ধারাবাহিক নাটক ‘উল্টো পথে উল্টো রথে’র শুটিং করছেন নিশা।
তবে নিশার ফেরা শুধু এই ধারাবাহিকটির জন্যই। নিশা বলেন, ‘আড়াই বছর পর শুটিং করছি। এই ধারাবাহিকটির কাজ কয়েক বছর ধরে আটকে ছিল। আমি শুটিং না করলে সিরিয়ালটি অন-এয়ার দিতে পারছিল না। তাই কাজ করতে হচ্ছে। আমার শুটিংয়ে ফেরার খবর শুনে অনেক নির্মাতা ফোন করছেন। তবে সত্যি কথা বলতে, আমি এখনই নিয়মিত অভিনয় করতে চাচ্ছি না। আমার মেয়ে অনেক ছোট। ও একটু বড় হলে তারপর নিয়মিত কাজ করব।’
কয়েক বছর আগে ধারাবাহিক নাটক ‘উল্টো পথে উল্টো রথে’র কাজ শুরু করেছিলেন নির্মাতা ফজলুর রহমান। কিছু দূর শুটিং করার পর তাঁর ক্যানসার ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ২৬ নভেম্বর মারা যান ফজলুর রহমান।
এরপর ‘উল্টো পথে উল্টো রথে’ ধারাবাহিকের প্রচার অনিশ্চিত হয়ে পড়ে। প্রয়াত নির্মাতা ফজলুর রহমানের প্রতি সম্মান জানিয়ে এত দিন পর কাজটি শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই নতুন করে শুটিংয়ে অংশ নিয়েছেন নিশা। সঙ্গে আরও আছেন মীর সাব্বির, আ খ ম হাসান, মৌসুমী হামিদ, রাশেদ মামুন অপু, ওয়ালিউল হক রুমি প্রমুখ। ধারাবাহিকটি প্রচারিত হবে আরটিভিতে।
টিভি নাটকের অভিনেত্রী মেহরিন ইসলাম নিশা অনেকদিন পর আবার ক্যামেরার সামনে। অভিনয় করছেন ‘উল্টো পথে উল্টো রথে’ নামের একটি ধারাবাহিকে। প্রয়াত নির্মাতা ফজলুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সব শিল্পী এক হয়েছেন ধারাবাহিকটির কাজ শেষ করার জন্য।
২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হন মেহরিন ইসলাম নিশা। এরপর টিভি নাটক ও বিজ্ঞাপনের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। সাত বছর টানা কাজ করে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের পর অল্প অল্প করে কাজ কমিয়ে দিতে শুরু করেন। চাকরি নেন ব্যাংকে।
এরপর অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন নিশা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে মেয়ে সাঈদা নামীম আহমেদের জন্মের পর আর ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি নিশার। তিনি আবারও ফিরে এলেন চেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনে। দুদিন ধরে ধারাবাহিক নাটক ‘উল্টো পথে উল্টো রথে’র শুটিং করছেন নিশা।
তবে নিশার ফেরা শুধু এই ধারাবাহিকটির জন্যই। নিশা বলেন, ‘আড়াই বছর পর শুটিং করছি। এই ধারাবাহিকটির কাজ কয়েক বছর ধরে আটকে ছিল। আমি শুটিং না করলে সিরিয়ালটি অন-এয়ার দিতে পারছিল না। তাই কাজ করতে হচ্ছে। আমার শুটিংয়ে ফেরার খবর শুনে অনেক নির্মাতা ফোন করছেন। তবে সত্যি কথা বলতে, আমি এখনই নিয়মিত অভিনয় করতে চাচ্ছি না। আমার মেয়ে অনেক ছোট। ও একটু বড় হলে তারপর নিয়মিত কাজ করব।’
কয়েক বছর আগে ধারাবাহিক নাটক ‘উল্টো পথে উল্টো রথে’র কাজ শুরু করেছিলেন নির্মাতা ফজলুর রহমান। কিছু দূর শুটিং করার পর তাঁর ক্যানসার ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ২৬ নভেম্বর মারা যান ফজলুর রহমান।
এরপর ‘উল্টো পথে উল্টো রথে’ ধারাবাহিকের প্রচার অনিশ্চিত হয়ে পড়ে। প্রয়াত নির্মাতা ফজলুর রহমানের প্রতি সম্মান জানিয়ে এত দিন পর কাজটি শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই নতুন করে শুটিংয়ে অংশ নিয়েছেন নিশা। সঙ্গে আরও আছেন মীর সাব্বির, আ খ ম হাসান, মৌসুমী হামিদ, রাশেদ মামুন অপু, ওয়ালিউল হক রুমি প্রমুখ। ধারাবাহিকটি প্রচারিত হবে আরটিভিতে।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
৬ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
৮ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১১ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১১ ঘণ্টা আগে